NCBS Recruitment 2025

মাল্টিমিডিয়া ডেভেলপার প্রয়োজন কলকাতায় কেন্দ্রীয় সংস্থায়, আবেদনের শেষ দিন কবে?

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ২০:৪১
Share:

ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস (এনসিবিএস)। ছবি: সংগৃহীত।

কাজের সুযোগ রয়েছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস-এ (এনসিবিএস)-এ। সম্প্রতি কর্মখালির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, সংস্থার কলকাতা সেন্টারের জন্য কর্মী নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের কলকাতা সেন্টারে একজন মাল্টিমিডিয়া ডেভেলপার নিয়োগ করা হবে। তাঁকে ‘ইন্টারঅপারেবিলিটি, ইউআই অ্যান্ড ডকুমেন্টেশন অফ মুজ’ প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে একটি বেসরকারি সংস্থা।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৬৫,০০০ টাকা।

Advertisement

মাল্টিমিডিয়া ডেভেলপার পদে আবেদনকারীদের কমিউনিকেশন, মাল্টিমিডিয়া, গ্রাফিক ডিজ়াইন বা সম্পর্কিত বিষয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও প্রয়োজন।

আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২১ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement