SSC Self Slot Election for JE and SI Exam 2025

পরীক্ষার দিনক্ষণ ও কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ এ বার এই সব পরীক্ষায়ও! ঘোষণা এসএসসি-র

চলতি বছরের ডিসেম্বরেই সমস্ত পরীক্ষার আয়োজন করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৯:২৯
Share:

প্রতীকী চিত্র।

গত মাসে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এগজ়ামিনেশন (সিএইচএসএল)-এর জন্য নয়া ব্যবস্থা চালু করে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। এ বার সেই একই নিয়ম কার্যকর করা হবে জুনিয়র ইঞ্জিনিয়ার (জেই), সাব-ইনস্পেক্টর (এসআই দিল্লি পুলিশ) এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ) নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও।

Advertisement

এসএসসি সিএইচএসএল-এর জন্য চলতি বছর থেকে প্রথম বার ‘সেলফ স্লট সিলেকশন’-এর সুবিধা দেওয়া হয় পরীক্ষার্থীদের। এ বার একই নিয়ম চালু করা হচ্ছে এসএসসি পরিচালিত আরও তিনটি পরীক্ষার ক্ষেত্রে। নয়া এই ব্যবস্থায় পরীক্ষার্থীরা সহজেই নিজের পছন্দের পরীক্ষাকেন্দ্র, দিন বা কোন পর্বে পরীক্ষা দেবেন, তা বেছে নিতে পারবেন। মূলত প্রযুক্তির সাহায্যে পরীক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং সহজ করার জন্যই নয়া পদক্ষেপ এসএসসি-র।

পরীক্ষার্থীদের এ জন্য এসএসসি-র ওয়েবসাইট ssc.gov.in -এ যেতে হবে। পোর্টালের ড্যাশবোর্ড থেকে পরীক্ষার দিন এবং সময় বেছে নিতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার জন্য ‘স্লট’ বেছে নেওয়া যাবে ১০ থেকে ১৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত। আগামী ১৭ থেকে ২১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ‘স্লট’ বেছে নেওয়া যাবে এসআই ও সিএপিএফ পরীক্ষার জন্য। এই সময়ের মধ্যেই পছন্দের পরীক্ষাকেন্দ্রও বেছে নিতে পারবেন তাঁরা।

Advertisement

চলতি বছরের ডিসেম্বর মাসেই সমস্ত পরীক্ষার আয়োজন করা হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ৫,৩০৮। সমসংখ্যক শূন্যপদ সাব-ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement