— প্রতিনিধিত্বমূলক চিত্র।
শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দিচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)। প্রতিষ্ঠানের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরিতে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট ১৩টি ট্রেডে ১ এপ্রিল, ২০২৬ থেকে ৩১ মার্চ, ২০২৭ পর্যন্ত প্রশিক্ষণ চলবে।
কোন কোন ট্রেডে প্রশিক্ষণ হবে?
ফিটার, টার্নার, মেকানিস্ট, কার্পেন্টার, গ্রাইন্ডার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক, অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্লান্ট, পেন্টার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এবং ফাউন্ড্রিম্যান ট্রেডে প্রশিক্ষণ চলবে।
কারা প্রশিক্ষণ নিতে পারবেন?
ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত উল্লিখিত ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই শংসাপত্র অর্জন করেছেন, এমন ব্যক্তিরা শিক্ষানবিশির প্রশিক্ষণ নিতে পারবেন।
কী ভাবে আবেদন করবেন?
অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ার পোর্টাল মারফত আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন। এ ছাড়া ডাকযোগেও আবেদনপত্র পাঠানোর সুযোগ রয়েছে। আবেদনের শেষ দিন ২৯ জানুয়ারি।