Admission through CUET UG

১৩টি ভিন্ন ভাষার পাঠক্রম-সহ নানা বিষয়ে স্নাতক পড়ার সুযোগ দিচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়, কী ভাবে ভর্তি?

বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, উর্দু, আরবি, ফরাসি, জার্মান, ইতালিয়, পার্সি, পঞ্জাবি, রাশিয়ান, স্প্যানিশ পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৩:৩০
Share:

দিল্লি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

১৩টি ভাষা, বিজ্ঞান, কলা, বাণিজ্য-সহ একাধিক বিষয়ের স্নাতক স্তরে পড়ার সুযোগ দিচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তবে, ভর্তির আগে উত্তীর্ণ হতে হবে বিশেষ প্রবেশিকা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট ইউজি)।

Advertisement

বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, উর্দু, আরবি, ফরাসি, জার্মান, ইতালিয়, পার্সি, পঞ্জাবি, রাশিয়ান, স্প্যানিশ পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। শুধু তাই নয়, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, গণিত, বিজনেস ইকোনমিক্স-সহ একাধিক বিষয়ে স্নাতক স্তরে পড়ার ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি। পেশাভিত্তিক নানা কোর্সেও ভর্তি হতে পারেন আগ্রহী পড়ুয়ারা। তবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ হলেই প্রবেশিকায় বসার সুযোগ মিলবে।

প্রবেশিকায় বসার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে কুয়েট ইউজি ভর্তির আবেদন প্রক্রিয়াতে যাওয়া প্রয়োজন। এর পর অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩১ জানুয়ারি

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement