প্রতীকী চিত্র।
শুক্রবার প্রকাশিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে(এসএসসি)-র একাদশ দ্বাদশ শ্রেণির ফল। তার আগে হাইকোর্টের নির্দেশে আট জন চাকরিপ্রার্থীর নথি যাচাই করতে চলেছে এসএসসি।
সূত্রের খবর, এই আট জন চাকরিপ্রার্থীর দাবি, তাঁরা কেন্দ্রীয় বিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষক। তাঁদেরকেও রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের মতো অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর দিতে হবে।
রাজ্য সরকার ঘোষণা করেছে রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষক(শিক্ষা দফতরের দ্বারা নিযুক্ত) তাঁদেরকে অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর দেওয়া হবে। আর এইখানেই কেন্দ্রীয় বিদ্যালয় নিযুক্ত শিক্ষকদের প্রশ্ন, তা হলে তাঁরা কেন এই নম্বর পাবেন না। এই মর্মে তাঁরা কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন। হাইকোর্ট ওই চাকরিপ্রার্থীদের নথি যাচাই করার নির্দেশ দিয়েছে এসএসসিকে। এই চাকরিপ্রার্থীরা অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর পাওয়ার যোগ্য কি না তার নথি যাচাই করে জানাবে এসএসসি। বৃহস্পতিবার সকালে সল্টলেকের আচার্য সদনে নথি যাচাইয়ের জন্য তাঁদের ডেকে পাঠানো হয়েছে।
শিক্ষা দফতর সূত্রের খবর, রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরে নিযুক্ত চুক্তিভিত্তিক শিক্ষকেরা প্রত্যেকে সরকার অনুমোদিত। কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্ষেত্রে অনেক সময়ই সেই নিয়ম মানা হয় না। স্কুলগুলি নিজে থেকে প্রয়োজন অনুযায়ী চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করে থাকে। এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকার অনুমোদিত চুক্তিভিত্তিক শিক্ষকদের নম্বর দেওয়ার কথা উল্লেখ রয়েছে।