WBCHSE HS Result 2025

উচ্চ মাধ্যমিকে ছাত্রেরা পাশের হারে এগিয়ে, কেমন ফল করলেন ছাত্রীরা?

ছেলেদের পাশের হার ৯৩ শতাংশ এবং মেয়েদের সার্বিক পাশের হার ৮৮.৮৮ শতাংশ হলেও, কলা বিভাগে ছাত্রদের তুলনায় বেশি সংখ্যক ছাত্রী উত্তীর্ণ হয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৮:০৯
Share:

প্রতীকী চিত্র।

৭ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। সেই ফল খতিয়ে দেখলে বোঝা যাবে, ছেলেদের পাশের হার ৯৩ শতাংশ এবং মেয়েদের সার্বিক পাশের হার ৮৮.৮৮ শতাংশ হলেও, কলা বিভাগে ছাত্রদের তুলনায় বেশি সংখ্যক ছাত্রী উত্তীর্ণ হয়েছেন। ওই বিভাগে এক লক্ষ ৭৮ হাজার ৫৩৯ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছেন, ওই একই বিভাগে পাশ করা ছাত্রদের সংখ্যা এক লক্ষ ৪০ হাজার ৪৪ জন।

Advertisement

তবে, ছাত্রীদের মধ্যে ৬০ শতাংশের বেশি নম্বর এক লক্ষ ছ’হাজার ৬৯২ জন, ৭০ শতাংশের বেশি নম্বর ৬২ হাজার ২৫৭ জন, ৭৫ শতাংশের বেশি নম্বর ৪১ হাজার ৬৮২ জন, ৮০ শতাংশের বেশি নম্বর ২৫ হাজার ২০ জন এবং ৯০ শতাংশের বেশি নম্বর ৩,৮৩২ জন পেয়েছেন। এই বিষয়ে সাংবাদিক বৈঠক থেকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “ছাত্রীরা পড়াশোনা করলেও তার প্রতিফলন খাতায় দেখা যাচ্ছে না। কলা বিভাগে ছাত্রীরা যেমন বেশি সংখ্যায় উত্তীর্ণ হয়েছেন, তেমন ভাবেই অকৃতকার্যের তালিকাতেও তাঁদের সংখ্যাই বেশি।”

২০২৫-এর ফলাফল পর্যালোচনা করলে দেখা যাবে, এ বার পরীক্ষা দিয়েছেন দু’লক্ষ ৫৪ হাজার ১৬ জন ছাত্রী, যাঁদের মধ্যে দু’লক্ষ ২৫ হাজার ৭৭৫ জন উত্তীর্ণ হয়েছেন, অকৃতকার্যের সংখ্যা ২৮ হাজার ২৪১ জন। কলা বিভাগে অকৃতকার্য ছাত্রীর সংখ্যা ২৭ হাজার ৮৫৩ জন, সেই তুলনায় বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে অকৃতকার্য ছাত্রীদের সংখ্যা ২০০-র ঘরে থেমেছে। অন্যদিকে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রের সংখ্যা দু’লক্ষ চার হাজার ৫১১ জন, যাঁদের মধ্যে ১৫ হাজার ৩৯২ জন অকৃতকার্য হয়েছেন। মোট অকৃতকার্যের সংখ্যা ৪৩,৬৩৩ জন।

Advertisement

এ বছরের মেধাতালিকায় স্থান পেয়েছেন ৭২ জন পড়ুয়া, এদের মধ্যে ২০ জনই ছাত্রী, যার মধ্যে কলকাতার একজন ছাত্রী বাদে সকলেই জেলার বাসিন্দা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement