WBCHSE Exam 2025

উচ্চ মাধ্যমিকের প্রথম পর্ব: বিভ্রান্তি ওএমআর নিয়ে! সময় মতো বই না পাওয়ার অভিযোগ প্রথম পরীক্ষায়

ওএমআর শিটে উত্তর লিখতে গিয়ে নাজেহাল হতে হয়েছে বহু পরীক্ষার্থীকেই। তবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রতি বারই নতুন করে ওএমআর শিট দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৯
Share:

নিজস্ব চিত্র।

ওএমআর শিটে কী ভাবে পরীক্ষা দিতে হবে, বোঝানো হয়েছিল বার বার। কিন্তু একেবারে নির্বিঘ্ন হল না উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের প্রথম দিনের পরীক্ষা। ওএমআর নিয়ে লাগাতার প্রচার এবং প্রশিক্ষণের পরও ভুলভ্রান্তি ঘটেই গেল। নাজেহাল হতে হল পরীক্ষার্থীদের। প্রাথমিক ভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা বাতিলের বিধি আরোপ করছিল। কিন্তু এই প্রথম বার বলে খানিকটা সহমর্মিতাও দেখানো হয়েছে। বার বার বদলে দেওয়া হয়েছে ওএমআর। তাতে বিস্তর সময়ও নষ্ট হয়েছে।

Advertisement

এরই পাশাপাশি অভিযোগ উঠেছে, একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে উচ্চ মাধ্যমিক দিতে হয়েছে। কলকাতার বেশ কিছু স্কুলের পরীক্ষার্থীরা অভিযোগ করেছে, ঠিক সময়ে বই হাতেই পায়নি পড়ুয়ারা।

ওএমআর শিট নিয়ে চিন্তিত পরীক্ষার্থীরা। নিজস্ব চিত্র।

কোনও কোনও অভিভাবক দাবি করেছেন, আরও পরিকল্পনা করে নতুন পদ্ধতি প্রয়োগ করা উচিত ছিল। অভিভাবক শ্যামলী লোধের অভিযোগ, তাঁর সন্তান তৃতীয় সেমেস্টারের বই পরীক্ষার দু’মাস আগে হাতে পেয়েছে। অনলাইনে বইয়ের প্রতিলিপি যে ডাউনলোড করে নেওয়া যেতে পারে, সে সম্পর্কে স্কুল বা সংসদের তরফে কিছুই জানানো হয়নি।

Advertisement

সোমবার সকালে পরীক্ষা শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এবং সচিব। তাঁরা সল্টলেকের ভগবতীদেবী বালিকা বিদ্যালয়ে অভিভাবকেরা অভিযোগ জানাতে শুরু করেন। সকলেই বলেন, সময় মতো বই দেওয়া হয়নি, পরীক্ষার দু’মাসে আগে বই পাওয়া গিয়েছে।

অভিভাবকদের এমন অভিযোগ অবশ্য ঝেড়ে ফেলতে চেয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ প্রসঙ্গে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের দাবি, “যথাসময়ে বই ছাপিয়ে তা পুস্তক সংসদের কাছে পাঠানো হয়েছে। বই বিতরণের দেরি হয়েছে পুস্তক সংসদ এবং জেলা পরিদর্শকদের তরফে। যে সমস্যা ছিল, তা ইতিমধ্যেই সমাধান করা গিয়েছে। চতুর্থ সেমেস্টারের বই পড়ুয়াদের কাছে সময় মতো পৌঁছে যাবে।”

পরীক্ষার হলে প্রবেশের মুখে চলে দেহতল্লাশি। নিজস্ব চিত্র।

অভিযোগ উঠেছে প্রশ্নপত্র সময় মতো পৌঁছনো নিয়েও। একাধিক জেলা পরিদর্শক দাবি করেছেন, সংসদের প্রশ্নপত্র পৌঁছতে কিছুটা দেরি হয়েছে। কেন হল এমনটা? এর উত্তরে সংসদ সভাপতি বলেন, “এ বারে পরীক্ষায় দু’টি সেট-এ প্রশ্নপত্র এবং ওএমআর শিটের ব্যবস্থা করা হয়েছে। তাই পরীক্ষাকেন্দ্র অনুযায়ী পুরো প্যাকেজ় পাঠাতে একটু সময় লেগেছিল। তবে, আমরা পরীক্ষার আগেই সময় মতো সব জায়গায় প্রশ্ন পৌঁছে দিতে পেরেছি।”

যদিও প্রথম দিনের পরীক্ষা কেমন হল— তা আনুষ্ঠানিক ভাবে জানানোর জন্য সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে বই বা ওএমআর শিট সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হতে পারে, এমনটাই জানা গিয়েছে।

চলতি বছরে প্রশ্নপত্রের নিরাপত্তায় কড়া পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগেই জানানো হয়েছে, পরীক্ষার হলে কোন‌ও রকম ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না পরীক্ষার্থীরা। ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। মিউজ়িক, ভিস্যুয়াল আর্টস এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে পরীক্ষা সকাল ১০ টা থেকে ১০ টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৬০ হাজার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement