নিজস্ব চিত্র।
স্বচ্ছতার সঙ্গে সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে। পাশাপাশি শিক্ষা বহির্ভূত কাজ থেকে অব্যাহতি দিতে হবে শিক্ষকদের। এমন একগুচ্ছ দাবি নিয়ে এ বার পথে নামলেন স্কুল এবং হাই মাদ্রাসার প্রধান শিক্ষকেরা।
মঙ্গলবার প্রথমে করুণাময়ী বাসস্ট্যান্ডের সামনে অবস্থান বিক্ষোভ এবং পরে মিছিল করে বিকাশ ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন প্রধান শিক্ষকেরা। প্রধান শিক্ষক সংগঠনের অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেসেস এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, ‘‘তরুণের স্বপ্ন থেকে কন্যাশ্রী প্রকল্পের অধিকাংশ কাজ আমাদের করতে হয়। আমরা চাই স্কুলে পড়ানোর কাজে এবং স্কুলের পরিচালনার কাজে ফিরে যেতে। কাজের জন্য শিক্ষাকর্মী নিযুক্ত করা হোক অবিলম্বে।’’
মঙ্গলবার এই অবস্থান ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় এক হাজার প্রধান শিক্ষক অংশগ্রহণ করেছিলেন। প্রধান শিক্ষকদের একাংশের অভিযোগ, স্কুলের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যে সব নথি সংশোধন করার দরকার পড়ে, এই সংশোধনের জন্য পড়ুয়াদের থেকে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। এর ফলে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সংশোধনের জন্য বর্ধিত ফি কমানোর দাবি তুলেছেন তাঁরা।
মঙ্গলবার স্কুলের শিক্ষা সচিবকে ডেপুটেশন দেওয়া ছাড়াও মাদ্রাসা শিক্ষা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদকেও স্মারকলিপি জমা দিয়েছেন প্রধান শিক্ষকেরা।