নিজস্ব চিত্র।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ৫০ বছর পূর্তি উপলক্ষে খোলা হল অডিয়ো ভিসুয়াল স্টুডিয়ো। এর নামকরণ করা হয়েছে চলচ্চিত্র পরিচালক তপন সিংহের নামে। আর এই স্টুডিওর শুভ উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
অসুস্থতা বা কোনও কারণে স্কুল যাওয়া হয়নি। অথবা ক্লাসে শিক্ষকেরা পড়াবার সময় মন দিয়ে বিষয়টি শোনা হয়নি। বাড়িতে পড়তে বসার সময় থেকে যাচ্ছে খটকা।
এ বার সেই সমস্যার সমাধানে স্কুল শিক্ষা দফতরের বাংলা শিক্ষার ক্লাসরুমের আদলে শিক্ষা সংসদেও খোলা হল অনলাইন টিউটোরিয়াল ক্লাস। উচ্চ মাধ্যমিক স্তরের কোনও পড়ুয়ার বাংলা থেকে অংক কোনও বিষয় নিয়ে ফটকা রয়েছে, বুঝতে অসুবিধে হলে শিক্ষা সংসদের ইউটিউবে গেলেই সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন শিক্ষকের মতামত ভিডিয়ো আকারে পাওয়া যাবে খুব সহজেই।
এর জন্য আস্ত একটি স্টুডিও বানিয়ে ফেলেছে শিক্ষা সংসদ। যেখানে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা আসবেন এবং বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি নিয়ে তাঁদের ভিডিয়ো রেকর্ডিং করা হবে। পরে তা এডিট করে শিক্ষা সংসদের ইউটিউবে আপলোড করা হবে। এই স্টুডিওটি এমন ভাবে নির্মাণ করা হয়েছে যেটা দেখে মনে হবে একটি ছোট শ্রেণিকক্ষ। ডিজিটাল ব্ল্যাকবোর্ড সহ আধুনিক ক্লাসের সব রকম সরঞ্জাম এই রয়েছে এই স্টুডিয়োতে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘শিক্ষা সংসদের ভিতরে আমরা একটি স্টুডিয়ো করেছি যা প্রখ্যাত চিত্র পরিচালক তপন সিংহের নামাঙ্কিত। ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য এখানে ভিডিয়ো টিউটোরিয়াল রেকর্ড করা হবে। এর জন্য বিষয়ভিত্তিক শিক্ষকেরা এখানে আসবেন। ছাত্র-ছাত্রীরা ক্লাস মিস করলেও মোবাইল বা ট্যাব এর মাধ্যমে সংশ্লিষ্ট ক্লাসের ওই বিষয়ের সম্বন্ধে সহজেই জানতে পারবে।’’
এক আধিকারিক জানান, বিগত এক বছর ধরে আমরা এই ইউটিউব চ্যানেল ব্যবহার করে আসছি। যেখানে শিক্ষা সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আপলোড করা হয়ে থাকে। এ বার ছাত্র-ছাত্রীদের অডিয়ো ভিসুয়াল টিউটরিয়াল প্রযুক্তির এর মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
এ ছাড়াও করুণাময়ীতে সংসদের অফিসে পুস্তক বিপণির উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী এই বিপণির নামকরণ হয়েছেন প্রখ্যাত ভাষাবিদ হরিনাথের নামে। একটি আধুনিক সেমিনার হল তৈরি করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘কাদম্বরী দেবী’ হল।