Holiday clash

সারা দেশের সঙ্গে কেন মিলল না এ রাজ্যের জন্মাষ্টমীর ছুটি! শনিবার নিয়ে ক্ষোভ স্কুল-কলেজে

প্রাথমিক শিক্ষা পর্ষদকে অন্ধকারে রেখে বীরভূম প্রাইমারি ডিপিএসসি চেয়ারম্যান জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করে দিয়েছেন ১৬ অগস্ট। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি তালিকায় ১৫ অগস্ট ছুটি থাকলেও বীরভূমের সমস্ত প্রাথমিক স্কুল জন্মাষ্টমী উপলক্ষে বন্ধ রাখা হবে ১৬ অগস্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৯:৫২
Share:

ছবি: সংগৃহীত।

ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে কংসের কারাগারে জন্মেছিলেন শ্রীকৃষ্ণ। মধ্যরাতে তাঁকে মথুরা থেকে বৃন্দাবনে রেখে এসেছিলেন পিতা বসুদেব। পর দিন বৃন্দাবনে পালকপিতার বাড়ি শুরু হয়েছিল নন্দোৎসব। কিন্তু ২০২৫ সালে ছুটি মিলবে কোন দিন? মধ্যরাতের গেরোয় শুরু হয়েছে তরজা।

Advertisement

পঞ্জিকা বলছে, ১৫ অগস্ট মধ্য রাতে শেষ হচ্ছে কৃষ্ণসপ্তমী। পর দিন ১৬ অগস্ট, শনিবার সারা দিন কৃষ্ণ অষ্টমী। তাই সারা দেশে জন্মাষ্টমীর সরকারি ছুটি দেওয়া হয়েছে ১৬ অগস্ট। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই ছুটি দিয়েছে স্বাধীনতা দিবসের ছুটির সঙ্গে মিলিয়ে ১৫ অগস্ট, শুক্রবার। ফলে সপ্তাহান্তিক টানা ছুটি থেকে বঞ্চিত হচ্ছেন কোনও কোনও সরকারি কর্মী। বিশেষত, স্কুল কলেজই খোলা থাকে শনিবার। অন্য সরকারি দফতরে সে সমস্যা নেই।

ইতিমধ্যেই এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। ক্ষোভ রয়েছে শিক্ষকদের মধ্যে। তাঁদের একাংশের দাবি রাজ্য সরকার ছুটির ক্ষেত্রে সরকারি কর্মী এবং শিক্ষকদের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছে। শনিবার রাজ্য সমস্ত সরকারি দফতর বন্ধ থাকে। তাই আলাদা করে ছুটির প্রাসঙ্গিকতা নেই।

Advertisement

এ প্রসঙ্গে প্রধান শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, “অন্য সরকারি কর্মীদের নিয়ে সরকার বেশি ভাবে। শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ততটা ভাবে না। যে দিন জন্মাষ্টমী সে দিনই ছুটি থাকা উচিত। এই ছুটি ক্যালেন্ডার তৈরি করার সময় মধ্যশিক্ষা পর্ষদের আর‌ও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।”

পার্ক ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, “ছুটির তালিকাতে রাজ্য সরকার ভুল করেছে। জন্মাষ্টমী উপলক্ষে ১৬ অগস্ট জাতীয় ছুটি। সরকার ও মধ্যশিক্ষা পর্ষদের এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।”

এ দিকে জন্মাষ্টমীর ছুটি নিয়ে বীরভূমে তৈরি হয়েছে নতুন সমস্যা। অভিযোগ, প্রাথমিক শিক্ষা পর্ষদকে অন্ধকারে রেখে বীরভূম প্রাইমারি ডিপিএসসি চেয়ারম্যান জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করে দিয়েছেন ১৬ অগস্ট। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি তালিকায় ১৫ অগস্ট ছুটি থাকলেও বীরভূমের সমস্ত প্রাথমিক স্কুল জন্মাষ্টমী উপলক্ষে বন্ধ রাখা হবে ১৬ অগস্ট।

এই বিজ্ঞপ্তি নজরে আসতেই পদক্ষেপ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। এই বিজ্ঞপ্তি প্রত্যাহারের কথা জানানো হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিককে।

পর্ষদের এক কর্তা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী স্কুল নিজস্ব ছুটি দিতে পারে। স্কুলের জন্য বরাদ্দ বাৎসরিক ৬৫টি ছুটি থেকে দিতে হবে সেই ছুটি। সরকারি তালিকায় যে হেতু ১৬ অগস্ট কোন‌ও ছুটি নেই, তাই অন্য কোনও ছুটি কেটে ওই দিন ছুটি দিতে হবে।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, “জন্মাষ্টমী পালিত হবে ১৬ অগস্ট, শনিবার। সে দিন কোনও ছুটি নেই। সরকারি তালিকায় ১৫ অগস্ট জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা দাবি করছি, অবিলম্বে এই ভুল সংশোধন করে ১৬ অগস্ট ছুটি দেওয়া হোক। আমরা এ ব্যাপারে শিক্ষা দফরকে চিঠি দিয়েছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement