Higher Secondary results

পরীক্ষার ৩৯ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলঘোষণা, কী ভাবে দেখা যাবে পার্সেন্টাইল?

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষার্থীরা ফলাফল অনলাইনেই জানতে পারবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৯:৩৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফল প্রকাশিত হতে চলেছে আগামী ৩১ অক্টোবর। পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় ফল প্রকাশ করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কোথায় কী ভাবে ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা, তা বিস্তারিত জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষার্থীরা ফলাফল অনলাইনেই জানতে পারবে। দুপুর ২টো থেকে তা ডাউনলোড ও প্রিন্ট করানো যাবে। https://result.wb.gov.in থেকেই এই ফল দেখা যাবে। পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করতে পারবে। সংশ্লিষ্ট স্কুলের প্রধানশিক্ষক তা ডাউনলোড করে স্ট্যাম্প-সহ স্বাক্ষর করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন।

ফলপ্রকাশের দিনই সম্ভাব্য প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করবেন সংসদ সভাপতি। প্রথম সেমেস্টারে একজন পরীক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছে এবং মোট নম্বর কত— তা ওয়েবসাইটে পিডিএফ ফরম্যাটে দেওয়া থাকবে। এ ছাড়াও থাকবে মোট নম্বরের শতাংশের হার, বিষয়ভিত্তিক পার্সেন্টাইল। পরীক্ষার্থীরা উত্তীর্ণ না অনুত্তীর্ণ, তারও উল্লেখ থাকবে। তবে সেখানে মেধাতালিকার কোনও উল্লেখ থাকবে না বলে জানানো হয়েছে। চূড়ান্ত মেধাতালিকা উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পর্বের পরই দেওয়া হবে। তখন পরীক্ষার্থীরা মার্কশিটের হার্ডকপিও হাতে পাবে।

Advertisement

এ বছরই প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement