আয়ুর্বেদিক চিকিৎসক হওয়ার খুঁটিনাটি। ছবি: সংগৃহীত।
হোমিয়োপ্যাথি, অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতির পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসক হওয়ার দিকেও ঝোঁক ফিরেছে গত কয়েক বছরে। কাজের সুযোগও বাড়ছে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অধীনে প্রায়ই আয়ুর্বেদ চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সাধারণ মানুষের মধ্যেও নতুন করে ছোটখাট সমস্যায় আয়ুর্বেদিক চিকিৎসালয়ে যাওয়ার প্রবণতা বা়ড়ছে।
পেশা হিসাবে আয়ুর্বেদ চিকিৎসাকে বেছে নিতে হলে কী বিষয়ে পড়াশোনা করতে হয়? কোথায় পড়ানো হয় আয়ুর্বেদ চিকিৎসাবিদ্যা? রইল তার সুলুকসন্ধান।
যোগ্যতা—
আয়ুর্বেদিক চিকিৎসক হতে চাইলে বিএএমএস (ব্যচেলর অফ আয়ুর্বেদ মেডিসিন অ্যান্ড সার্জারি) পাশ করতে হয়। এই ডিগ্রি অর্জনের জন্য দ্বাদশ শ্রেণিতে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞান বিষয়গুলি থাকতেই হবে। শুধু তা-ই নয়, দ্বাদশ উত্তীর্ণ হতে হবে ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর-সহ।
এর পর নিট ইউজি প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। উত্তীর্ণ হলে কাউন্সেলিং-র মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়।
বিএএমএস-এর বিস্তারিত—
বিএএমএস-ই মূল ডিগ্রি। মোট সাড়ে পাঁচ বছরের কোর্স এটি। যেখানে সাড়ে চার বছর ক্লাস হয় এবং এক বছরের ইন্টার্নশিপ। বিএএমএস পাশের পর আয়ুষ মেডিক্যাল কাউন্সিল অথবা স্টেট আয়ুর্বেদিক কাউন্সিল-এর কাছে রেজিস্ট্রেশন করাতে হয়। নাম নথিভুক্ত হলেই আয়ুর্বেদিক চিকিৎসক হিসাবে গণ্য হন তিনি।
এ রাজ্যে বিএএমএস পড়ানো হয় যে সব বিশ্ববিদ্যালয়ে—
জেবি রায় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা।
রঘুনাথ আয়ুর্বেদিক মহাবিদ্যালয় ও হাসপাতাল মেদিনীপুর।
ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট আয়ুর্বেদিক এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা।
এ ছাড়াও, আরও অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে দেশজুড়ে, যেখানে আয়ুর্বেদ বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পড়ানো হয়।
কাজের সুযোগ—
সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই রয়েছে বিএমএমএস উত্তীর্ণদের চাকরির সুযোগ। সরকারি এবং বেসরকারি আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্রে আয়ুর্বেদিক ওষুধ বিশেষজ্ঞ পদে নিযুক্ত হয়ে কাজ করার সুযোগ রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে নিযুক্ত যে সকল শিল্প সংস্থাগুলি রয়েছে, সেখানেও চাকরির সুযোগ থাকে। এ ছাড়াও আয়ুর্বেদিক চিকিৎসক হিসাবে নিজস্ব কার্যালয় খোলার সুযোগ তো রয়েছেই। মেডিক্যাল এগ্জ়িকিউটিভ, ফার্মাসিস্ট-এর মতো পদে নিযুক্ত হয়ে কাজ শুরু করা যেতে পারে বিএএমএস ডিগ্রি থাকলে।