ছবি: এআই।
আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক পরিস্থিতির চাপ সামলাতে বিশেষজ্ঞের চাহিদা বেড়েছে। সীমান্তে নিরাপত্তার সঙ্গে সাইবার যুদ্ধের মোকাবিলাও করতে হয় সমান তালে। সেখানে শক্তির সঙ্গে পাল্লা দিয়ে বুদ্ধির প্রয়োগ করতে হয় বিশেষজ্ঞদের। সামরিক বাহিনীতে কৌশল, নীতিনির্ধারণ নিয়ে পড়াশোনা করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হয়ে থাকে। তাই কেন্দ্রের তরফে ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ় নিয়েও পড়াশোনার সুযোগ দেওয়া হয়।
কী শেখানো হয়?
জাতীয় সুরক্ষা, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যাঁরা চর্চা করতে চান, তাঁরা এই বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন। সামরিক প্রশিক্ষণ ছাড়াই জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক, কৌশলগত চিন্তাভাবনা এবং প্রতিরক্ষা নীতির যাবতীয় বিষয় ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ়-এ শেখানো হয়। এ ছাড়াও সামরিক বাহিনীর কর্মকৌশল, বিদেশ ও প্রতিরক্ষা নীতি সম্পর্কেও জ্ঞান অর্জনের সুযোগ থাকে।
কারা পড়তে পারবেন?
দ্বাদশের পর ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ় নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও ডিফেন্স স্টাডিজ় নিয়ে আলাদা করে স্নাতকের কোর্স করে নিতে পারবেন। যাঁরা কলা বিভাগের বিষয় নিয়ে দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, তাঁদের এই ধরনের বিষয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। তবে, বাণিজ্য, বিজ্ঞান বিভাগের পড়ুয়ারাও ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকেন।
ছবি: এআই।
স্নাতকোত্তর স্তরের ওই বিষয় সম্পর্কে আরও জ্ঞান অর্জনের সুযোগ থাকে। সে ক্ষেত্রে ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ়-এ মাস্টার অফ আর্টস করে নেওয়া যাবে। ওই ডিগ্রির অধীনে ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ়, স্ট্র্যাটেজিক স্টাডিজ় নিয়েও পড়াশোনার সুযোগ থাকছে।
কোথায় পড়ানো হয়?
কলকাতা বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ওই বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এ ছাড়াও ন্যাশনাল ডিফেন্স কলেজ, ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ় অ্যান্ড অ্যানালিসিস, ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশন, ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-তে উল্লিখিত বিষয়টি পড়ানো হয়ে থাকে। যাঁরা মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করতে চান, তাঁরা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি-র অধীনে কোর্স করতে পারবেন।
চাকরির সুযোগ:
কোন কোন পদে নিয়োগ?
সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনার পর স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট, রিসার্চ ফেলো, ডিফেন্স পলিসি অ্যাডভাইজ়ার, রিস্ক অ্যান্ড সিকিউরিটি কনসালট্যান্ট, কর্পোরেট ইন্টালিজেন্স অ্যানালিস্ট, জিয়োপলিটিক্যাল রিস্ক অ্যাডভাইজ়ার পদে চাকরির সুযোগ পেয়ে থাকেন।
দেশের ভিতরে সরকারি সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক এজেন্সিতেও বিশেষজ্ঞদের চাহিদা রয়েছে যথেষ্ট। এ ক্ষেত্রে শুরুতে ৪ থেকে ৮ লক্ষ টাকা প্রতি মাসের বেতন হিসাবে বরাদ্দ থাকে। পরে তা বছরে ১৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।