প্রাথমিকে শিক্ষকতার যোগ্যতা অর্জনের জন্য করতে হবে ‘বিশেষ’ কোর্স। — ফাইল চিত্র।
প্রাথমিকে শিক্ষকতার জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট)-এ উত্তীর্ণ হওয়া প্রয়োজন। ওই পরীক্ষা দেওয়ার জন্য ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএলএড) কোর্সটি সম্পূর্ণ থাকা চাই। এই বিশেষ কোর্সটি করার জন্য প্রার্থীদের দ্বাদশ উত্তীর্ণ হতেই হবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে দু’বছরের এই কোর্সটি করানো হয়ে থাকে। পর্ষদের তরফে ২০২৫-’২৭ শিক্ষাবর্ষে ওই কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
পর্ষদ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পাঠক্রমটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অনুমোদিত এবং পর্ষদ কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ানো হবে। ভর্তি হতে আগ্রহীদের উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকা বাঞ্ছনীয়। অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তবে, সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় কিছুটা ছাড় থাকছে।
ভর্তি সংক্রান্ত সূচি:
২০২৫-’২৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। পর্ষদের ওয়েবসাইটে (wbbpe.wb.gov.in) নির্দিষ্ট পোর্টালে প্রবেশ করে পড়ুয়াদের বয়সের প্রমাণপত্র, উচ্চমাধ্যমিকের মার্কশিট, পাসপোর্ট সাইজ ছবি-সহ অন্য গুরুত্বপূর্ণ নথি এবং শংসাপত্র আপলোড করতে হবে। আবেদনমূল্য ১০০০ টাকা।