IGNOU Admission 2025

দূরশিক্ষা মাধ্যম বা অনলাইনে নানা বিষয়ে কোর্স করতে চান? ইগনু-তে শুরু ভর্তি প্রক্রিয়া

চলতি বছরের জুলাই সেশনের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৮:৩৯
Share:

ইগনু। সংগৃহীত ছবি।

চাকরির ব্যস্ততায় হোক বা সুযোগের অভাবে, অনেক সময়েই সুযোগ থাকে না নিত্যনতুন বিষয় নিয়ে প্রথাগত মাধ্যমে পড়ার। সে ক্ষেত্রে মুক্ত এবং দূরশিক্ষা মাধ্যম (ওডিএল) এবং অনলাইন মাধ্যমেও আজকাল নানা কোর্স করা যায়। সেরকমই বেশ কিছু বিষয়ে কোর্স করার জন্য এ বার সুযোগ দিচ্ছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)। সম্প্রতি এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

বিজ্ঞপ্তিতে প্রকাশ, চলতি বছরের জুলাই সেশনের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। এর জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তরফে পিজি ডিপ্লোমা, ডিপ্লোমা, পিজি সার্টিফিকেট এবং সার্টিফিকেট কোর্স করানো হবে। পড়ানো হবে রিহ্যাবিলিটেশন সাইকোলজি, জেরিয়াট্রিক মেডিসিন, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন, মেডিক্যাল ম্যানেজমেন্ট অফ সিবিআরএনই ডিজ়াস্টারার্স, আর্লি চাইল্ডহুড স্পেশাল এডুকেশন এনাব্‌লিং ইনক্লুশন-হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, ভিশ্যুয়াল ইম্পেয়ারমেন্ট, ইন্টেলেকচুয়াল ডিজ়এবিলিটি)। বিভিন্ন কোর্সে আসনসংখ্যার পরিমাণ কত, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

Advertisement

আগ্রহীদের এর জন্য প্রথমে ডিসট্যান্স এডুকেশন ব্যুরো আইডেন্টিফিকেশন (আইডি) তৈরি করতে হবে। এর পর ignouadmission.samarth.edu.in ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট কোর্সে ভর্তির আবেদনপত্র এবং আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ১৫ জুলাই আবেদনের শেষ দিন। এই বিষয়ে সমস্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সবিস্তার জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement