প্রতীকী চিত্র।
আগেই ঘোষণা করা হয়েছিল পরীক্ষার সম্ভাব্য সময়। এ বার চলতি বছরের চলতি বছরের ইউজিসি নেট (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন- ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)-এর দিনক্ষণ ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। চলতি মাসেই নেওয়া হবে পরীক্ষা।
এ বছর জুন মাসের ইউজিসি নেট-এর সম্ভাব্য সূচি আগেই প্রকাশ করা হয়েছিল। যেখানে পরীক্ষা শুরুর নির্ধারিত সময় ছিল ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। এ বার সেই সূচিতে বদল আনা হল। এনটিএ-র তরফে জানানো হয়েছে আগামী ২৫ জুন থেকে ২৯ জুনের মধ্যেই নেওয়া হবে পরীক্ষা। প্রতি দিন দু’টি অর্ধে পরীক্ষার আয়োজন করা হবে। প্রথমার্ধের পরীক্ষা চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধের পরীক্ষার সময় দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত।
দেশের বিভিন্ন শহরের বাছাই করা কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হবে। মোট ৮৫টি বিষয়ের পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি)। অনলাইনে একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে তাঁদের আবেদন গ্রহণ করা হবে।
২৫ জুন প্রথমার্ধে রয়েছে এডুকেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পরিবেশ বিজ্ঞান, উর্দু-র মতো নানা বিষয়। দ্বিতীয় অর্ধে রয়েছে ইলেকট্রনিক সায়েন্স, আইন, জাপানি, নেপালি, সংস্কৃত, মানবীবিদ্যা-সহ অন্য বিষয়।
ইউজিসি নেট-এর ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ প্রকাশ করা হবে পরীক্ষার ১০ দিন আগে। অ্যাডমিট কার্ড পাওয়ার টিকিট দেওয়া হবে পরীক্ষার দু-তিন দিন আগে। পরীক্ষার বিস্তারিত সূচি এবং বাকি তথ্য জানা যাবে পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইট ugcnet.nta.ac.in-এ।