UG Admission 2025

সাইবার সুরক্ষা নিয়েও করা যেতে পারে পড়াশোনা! স্নাতক স্তরে ভর্তি হতে প্রয়োজন কোন যোগ্যতার?

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর উপর নির্ভরশীল বিষয়গুলির মধ্যে ডেটা সায়েন্স, কৃত্রিম মেধা এবং সাইবার সুরক্ষাও সংযোজিত হয়েছে। রাজ্যের তথ্যপ্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান সেই সমস্ত বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১২:২৫
Share:

স্নাতক স্তরে সাইবার সুরক্ষা (সাইবার সিকিউরিটি) নিয়ে পড়ার সুযোগ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে। প্রতীকী চিত্র।

সমাজমাধ্যমে কী লিখবেন, কতটা লিখবেন, তা নিয়ে কৃত্রিম মেধার পরামর্শ পাওয়া যায়। কিন্তু এই সমাজমাধ্যমে মোটেও সুরক্ষিত নয় সাধারণ মানুষের সমস্ত তথ্য। সমাজমাধ্যমে তথ্য সুরক্ষিত রাখতে সাহায্য করে সাইবার সিকিউরিটি বিভাগ। বদলে যাওয়া দুনিয়ায় তাই এই পদে তৈরি হচ্ছে চাকরির সম্ভাবনা। তার জন্য প্রয়োজন এই বিষয়ে ডিগ্রি। স্নাতক স্তরে সাইবার সুরক্ষা (সাইবার সিকিউরিটি) নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে রাজ্যের তথ্যপ্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান।

Advertisement

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণীর তরফে চলতি শিক্ষাবর্ষে মোট চারটি বিষয়ে স্নাতক স্তরে ভর্তি নেওয়া হবে। বিষয়গুলি হল— সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। প্রতিটি বিষয় ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রি মোট আসন সংখ্যা ২৩৭।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বিটেক ডিগ্রি অর্জনের জন্য ১,৫৫,২৫০ টাকা খরচ হবে। এ ছাড়াও হস্টেলের জন্য ৬৩,৬০০ টাকা প্রতি সেমেস্টার পিছু ফি ধার্য করা হয়েছে। জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি (জেওএসএএ)-র কাউন্সেলিংয়ের মাধ্যমে উল্লিখিত কোর্সগুলিতে আগ্রহীরা ভর্তি হতে পারবেন। তাই যাঁরা জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন মেনস-এ উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই সংশ্লিষ্ট কোর্সগুলিতে ভর্তি হতে পারবেন।

Advertisement

১২ জুনের মধ্যে জেওএসএএ কাউন্সেলিংয়ের মাধ্যমে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া এবং ফি জমা দেওয়ার কাজ সম্পূর্ণ হবে। তারপরই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে পড়ুয়াদের ফিজ়িক্যাল ভ্যারিফিকেশনের জন্য ডেকে পাঠানো হবে। সেই সময় কী কী নথি সঙ্গে রাখতে হবে, তা বিশদ জানতে আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটে (iiitkalyani.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement