— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতদের প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁরা ‘হ্যান্ডস অন ট্রেনিং’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে গবেষণাগারের প্রাণীদের নিয়ে কাজ এবং গবেষণা করার খুঁটিনাটি শিখে নেওয়ার সুযোগ পাবেন।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতার স্টেট অফ আর্ট, অ্যানিম্যাল ফেসিলিটি (এসএএফ) ওই প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। ২ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চার দফায় কাজ শেখানো হবে।
কারা আবেদন করতে পারবেন?
বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। শর্তসাপেক্ষে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ডিগ্রি অর্জন করেছেন কিংবা গবেষকরাও আবেদন করতে পারবেন।
কী কী বিষয় শেখানো হবে?
টিস্যু হার্ভেস্টিং, প্রসেসিং, মোল্ডিং, স্টেনিং, সেকশনিং; প্রোটিন আইসোলেশন, হিস্টোপ্যাথোলজিস, জিনোটাইপিং, আরএনএ এক্সট্র্যাকশন, ইন-ভিভো ইমেজিং, ট্রান্সফেকশন, ড্রাগ ট্রিটমেন্ট, ক্রিপ্টোপ্রিজ়ারভেশন-সহ নানা বিষয় হাতেকলমে শিখে নেওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা।
আবেদনের শর্তাবলি:
অনলাইন পোর্টাল মারফত আগ্রহীদের নাম নথিভুক্ত করতে হবে। ১ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করবে আইআইএসইআর, কলকাতা। সংস্থার তরফে প্রশিক্ষণ নেওয়ার জন্য ৬,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে।