IISWBM Admission 2025

স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়বেন? আইআইএসডব্লিউবিএমে শুরু ভর্তি প্রক্রিয়া

এটি একটি পিজি (পোস্ট গ্র্যাজুয়েট) ডিপ্লোমা কোর্স। যার মেয়াদ এক বছর। আনন্দবাজার ডট কম ডেস্ক

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৮:৩৭
Share:

আইআইএসডব্লিউবিএম। সংগৃহীত ছবি।

ক্রীড়াজগৎ নিয়ে যাঁদের বিশেষ উৎসাহ, তাঁদের জন্য একটি বিশেষ কোর্স পড়ানো হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম)-এ। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত এই প্রতিষ্ঠানের তরফে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তা অনুযায়ী, আগ্রহীরা এই পাঠক্রমে ভর্তির আবেদন করতে পারবেন অনলাইন এবং অফলাইনে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে ‘স্পোর্টস ম্যানেজেমেন্ট’ বিষয়ক কোর্স পড়ানো হবে। এটি একটি পিজি (পোস্ট গ্র্যাজুয়েট) ডিপ্লোমা কোর্স। যার মেয়াদ এক বছর। দেশের ম্যানেজেমেন্ট প্রতিষ্ঠানগুলির মধ্যে সর্বপ্রথম আইআইএসডব্লিউবিএম-এই বিশ্বমানের এই কোর্স পড়ানো হয়।

চলতি বছরে কোর্সের ক্লাস শুরু হবে আগামী ২৩ জুলাই (সম্ভাব্য তারিখ) থেকে। মোট আসনসংখ্যা ৩০। যার মধ্যে সরকারি নিয়ম মেনে সংরক্ষিতদের জন্য কিছু আসন রাখা হবে।

Advertisement

পাঠক্রমে ভর্তির আবেদন জানাতে আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস/ সায়েন্স/ কমার্স/ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন/ কম্পিউটার অ্যাপ্লিকেশন্স/ ল/ ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ মেডিক্যাল সায়েন্স বা অন্য কোনও পেশাদারি কোর্সে ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে।

কোর্সে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে ১০০ নম্বর। পরীক্ষার জন্য বরাদ্দ সময় আড়াই ঘণ্টা। আগামী ১৬ জুন প্রতিষ্ঠানে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ হবে ১৭ এবং ১৮ জুন। নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৯ জুন।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে বা প্রতিষ্ঠান থেকে সংগৃহীত আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৮০০ টাকা। আগামী ১১ জুন আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement