যাঁরা ম্যাথমেটিক্স (গণিত) নিয়ে স্নাতক স্তরে পড়েছেন, তাঁদের কাছে ডেটা সায়েন্স নিয়ে পড়ার সুযোগ থাকছে। প্রতীকী চিত্র।
গণিতে স্নাতক হওয়ার পর ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনার প্রতি আগ্রহ থাকে অনেকেরই। কিন্তু শুরু কী ভাবে করবেন, তা নিয়ে প্রশ্ন অনেকের। বিশেষজ্ঞরা বলছেন, স্নাতক স্তরের গণিত পড়ুয়াদের বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকে। সেই দক্ষতাই ডেটা সায়েন্সেও সমান ভাবে প্রয়োগ করা যায়। তাই যাঁরা ম্যাথমেটিক্স (গণিত) নিয়ে স্নাতক স্তরে পড়েছেন, তাঁদের কাছে ডেটা সায়েন্স নিয়ে স্নাতকোত্তর স্তরে বা কোনও সার্টিফিকেট কোর্স করার সুযোগ থাকছে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লির তরফে এমনই স্নাতকদের জন্য ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং শেখানোর ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠানের তরফে বিশেষ সার্টিফিকেশন প্রোগ্রামের অধীনে ছ’মাস, ১৩ জুলাই থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস করানো হবে। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের অধ্যাপকরা প্রতি সপ্তাহে তিন ঘণ্টা করে ক্লাস নেবেন।
তবে, যাঁরা স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্সে ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁরাও এই ক্লাস করতে পারবেন। এ ছাড়াও ডেটা সায়েন্স কিংবা মেশিন লার্নিং নিয়ে কর্মরত ব্যক্তিরাও নিজেদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আইআইটি দিল্লির ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। যোগদানকারীদের প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ক্লাস করতে হবে। তাঁদের ক্লাস শেষে প্রকল্পের কাজ দেওয়া হবে এবং হাতে কলমে বিশেষজ্ঞদের প্রশিক্ষণও পাবেন।
অনলাইনেই আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আইআইটি দিল্লির ওয়েবসাইটে (cepqip.iitd.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে আবেদনের শর্তাবলি সম্পর্কে বিশদ জানতে পারবেন।
অনলাইনে ভর্তি হওয়ার জন্য প্রথমে ১৫ হাজার ফি জমা দিতে হবে। এর পর ধাপে ধাপে ক্লাস শুরু হওয়ার পর জুলাই, সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে বাকি প্রোগ্রাম ফি জমা দেওয়ার সুযোগ থাকছে। মোট খরচ ১,৫০,০০০ টাকা।