সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। ওই কাজের জন্য প্রয়োজন এক জন গবেষক। নিযুক্তকে সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটের বেঙ্গালুরু দফতরে কাজ করতে হবে।
ইলেকট্রো-কেমিস্ট্রি বিষয়ে পিএইচডি করেছেন কিংবা স্নাতকোত্তর স্তরে উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিরা সংশ্লিষ্ট কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে আবেদনকারীর লিথিয়াম আয়ন সেলস ফ্র্যাব্রিকেশন বিষয়ে কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা প্রয়োজন। কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি সংক্রান্ত গবেষণা প্রকল্পে নিযুক্তকে কাজ করতে হবে।
অনূর্ধ্ব ৩০ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।
আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২০ জুন। এই বিষয়ে আরও জানতে সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে (cpri.res.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।