আইআইটি গুয়াহাটি-র তরফে পরীক্ষাসূচি বদলের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। ছবি: সংগৃহীত।
৮ ফেব্রুয়ারি, ইউপিএসসি-র পরীক্ষা আর গেট একই দিনে। ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়াদের কথা মাথায় রেখে আইআইটি গুয়াহাটি গেট ২০২৬-এর পরীক্ষার দিন পরিবর্তন করতে চলেছে। আইআইটি গুয়াহাটির তরফে জানানো হয়েছে, ৮ ফেব্রুয়ারি-র বদলে অন্য কোনও দিন সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন-এর মতো বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট-এর (গেট) মাধ্যমে স্নাতকোত্তর পর্বে ইঞ্জিনিয়ারিং শাখার বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পান উত্তীর্ণেরা। অন্য দিকে, কেন্দ্রীয় সরকারের ‘ক্লাস ওয়ান’ অফিসার হিসাবে যোগ্যতা অর্জনের জন্য ইউপিএসসি-র ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এগজ়ামিনেশন (ইএসই) দিতে হয়। আইআইটি গুয়াহাটি আগেই দিনক্ষণ ঘোষণা করেছিল, ইউপিএস-ই সম্প্রতি ইএসই-এর তারিখ জানানোয় চিন্তায় পড়েছিলেন পরীক্ষার্থীরা।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ৭, ৮, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি গেট ২০২৬ হওয়ার কথা। তবে, ৮ তারিখেই ইউপিএসই-র ইএসই নেওয়া হবে, এমনটা তাঁদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার-এ উল্লেখ করা হয়েছে।
দু’টি পরীক্ষাই ইঞ্জিনিয়ারিং শাখার স্নাতকেরা দিয়ে থাকেন, তাই আইআইটি গুয়াহাটির তরফে দিন বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন-এর পরীক্ষা হবে, তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।