ছবি: সংগৃহীত।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলাচ্ছে পরিবেশের বাস্তুতন্ত্র। ক্ষতিগ্রস্ত হচ্ছে জলও। এই বিষয় নিয়ে যাঁরা চর্চা করেন বা করতে চান, এমন আগ্রহীদের জন্য বিশেষ কোর্সের আয়োজন করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে তিন দিনের একটি স্বল্পসময়ের কোর্স করানো হবে, যার নাম ‘স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড মেশিন লার্নিং টেকনিকস ইন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হাইড্রোলজিক্যাল স্টাডিজ়’।
তিন দিনের কোর্সে পাইথন, ম্যাটল্যাব ব্যবহার করে তথ্য বিশ্লেষণ, স্ট্যাটিস্টিক্যাল এবং মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করে বিষয় চর্চার কৌশল হাতেকলমে শেখানো হবে। পাশাপাশি, ক্লাইমেট সায়েন্স অ্যান্ড হাইড্রোলজি নিয়ে অধ্যাপনা এবং গবেষণা করছেন— এমন বিশেষজ্ঞদের ক্লাস করারও সুযোগ থাকছে। এ ছাড়াও টিচিং ফ্যাকাল্টি হিসাবে উপস্থিত থাকবেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর রাজীব মাইতি এবং দক্ষিণ কোরিয়ার কোরিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর চ্যাংহুন জুন।
ক্লাইমেট সায়েন্স, হাইড্রোলজি অ্যান্ড ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা কিংবা গবেষণা করছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। পাশাপাশি, যে কোনও বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরাও এই কোর্স করার সুযোগ পাবেন। কোর্স ফি হিসাবে জমা দিতে হবে ১৫,০০০ টাকা।
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২১ ফেব্রুয়ারি। বাছাই করা প্রার্থীদের ২৫ ফেব্রুয়ারির আগে কোর্স ফি জমা দিতে হবে। ক্লাস হবে প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে। কোর্স শেষে অংশগ্রহণকারীরা সার্টিফিকেট পাবেন।