IIT Kharagpur Admission 2025

আইআইটি খড়্গপুর থেকে একই সঙ্গে দু’টি বিষয়ে ডিগ্রি লাভের সুযোগ! শুরু ভর্তি প্রক্রিয়া

সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট (এনসিইটি)-এর মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ২০:১০
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

একই সঙ্গে দু’টি বিষয় স্নাতক করতে চান? খোঁজ নিতে পারেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়্গপুরে। প্রতিষ্ঠান থেকে ডুয়াল মেজর ডিগ্রি প্রোগ্রাম বিএসসি-বিএড করার সুযোগ দেওয়া হবে। এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। এর জন্য অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানের এডুকেশন বিভাগের তরফে যে ইন্টিগ্রেটেড টিচিং এডুকেশন প্রোগ্রাম পড়ানো হয়, তারই একটি কোর্স এটি। ২০২৩-’২৪ শিক্ষাবর্ষ থেকে এই প্রোগ্রামের অধীনে বিএসসি-বিএড (সেকেন্ডারি) কোর্সটি করানো হয়। যেখানে পড়ুয়ারা একই সঙ্গে দু’টি বিষয়ে স্নাতকের সুযোগ পান। একটি এডুকেশন, অন্যটি পদার্থবিদ্যা/রসায়ন/গণিত/অর্থনীতিতে।

কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের দ্বাদশের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে মোট ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমে থাকতে হবে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত।

Advertisement

সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট (এনসিইটি)-এর মাধ্যমে। যে পরীক্ষার আয়োজন করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এর পর এনসিইটি-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পড়ুয়াদের কোর্সে ভর্তি নেওয়া হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পড়ুয়ারা এই কোর্সে এডুকেশনের পাশাপাশি পদার্থবিদ্যা/রসায়ন/গণিত/অর্থনীতি-র মধ্যে কোন বিষয়ে ডিগ্রি লাভের সুযোগ পাবেন, তাও ঠিক করা হবে।

আগ্রহীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৭৫০ টাকা। আগামী ৩০ জুন আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য জানতে আইআইটি, খড়্গপুরের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement