— প্রতিনিধিত্বমূলক চিত্র।
পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে পড়াশোনার সুযোগ পাবেন চাকরিজীবীরা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজের তরফে এগজ়িকিউটিভ মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি কোর্স করানো হবে।
যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা ভর্তি হতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতক ডিগ্রি অর্জনের পরবর্তী তিন বছর কোনও সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকের পরীক্ষা ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মেধা এবং দক্ষতা যাচাই করে নেওয়া হবে। আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে পরীক্ষা এবং ক্লাস চলবে। দু’বছরের এই কোর্সটির ক্লাস ২০২৬-এর জানুয়ারি থেকে শুরু হতে চলেছে।
পরীক্ষায় বিজ়নেস অ্যাপটিটিউড, লজিক্যাল রিজ়নিং, কোয়ান্টিটেটিভ এবিলিটি,
ভার্বাল এবিলিটি যাচাই করা হবে। ৮ এবং ৯ নভেম্বর পরীক্ষা এবং ইন্টারভিউ নেবেন বিশেষজ্ঞেরা। ডিসেম্বরের মধ্যে কাদের বাছাই করা হল, তা জানিয়ে দেওয়া হবে।
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ১৯ অক্টোবর ওয়েবসাইট মারফত আবেদনের শেষ দিন। আবেদনমূল্য ১,৫০০ টাকা।