EMBA Admission 2026

চাকরিজীবীদের জন্য এমবিএ করার সুযোগ, ভর্তি নেবে আইআইটি মাদ্রাজ

আন্তর্জাতিক স্তরের ব্যবসা এবং বাণিজ্যের কাজ করতে আগ্রহীদের জন্য বিশেষ ভাবে এই কোর্সটির পাঠ্যক্রম তৈরি করেছে আইআইটি মাদ্রাজের ম্যানেজমেন্ট স্টাডিজ়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৫:৩৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে পড়াশোনার সুযোগ পাবেন চাকরিজীবীরা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজের তরফে এগজ়িকিউটিভ মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি কোর্স করানো হবে।

Advertisement

যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা ভর্তি হতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতক ডিগ্রি অর্জনের পরবর্তী তিন বছর কোনও সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকের পরীক্ষা ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মেধা এবং দক্ষতা যাচাই করে নেওয়া হবে। আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে পরীক্ষা এবং ক্লাস চলবে। দু’বছরের এই কোর্সটির ক্লাস ২০২৬-এর জানুয়ারি থেকে শুরু হতে চলেছে।

Advertisement

পরীক্ষায় বিজ়নেস অ্যাপটিটিউড, লজিক্যাল রিজ়নিং, কোয়ান্টিটেটিভ এবিলিটি,

ভার্বাল এবিলিটি যাচাই করা হবে। ৮ এবং ৯ নভেম্বর পরীক্ষা এবং ইন্টারভিউ নেবেন বিশেষজ্ঞেরা। ডিসেম্বরের মধ্যে কাদের বাছাই করা হল, তা জানিয়ে দেওয়া হবে।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ১৯ অক্টোবর ওয়েবসাইট মারফত আবেদনের শেষ দিন। আবেদনমূল্য ১,৫০০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement