Summer Internship 2025

ইন্ডিয়া স্পেস অ্যাকাডেমির ১ মাসের ইন্টার্নশিপ, প্রশিক্ষণে ইসরো-নাসা-আইআইটির গবেষকেরা

সম্পূর্ণ অনলাইনে এক মাস ধরে চলবে প্রশিক্ষণ। শুরু হবে ৩ জুলাই, শেষ ৩০ জুলাই। মোট ৭১০ জন সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৩:৫৭
Share:

প্রতীকী ছবি।

রিমোট সেন্সিং এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমস-এর উপর বিশেষ গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ প্রশিক্ষণ দিতে চলেছে ইন্ডিয়া স্পেস অ্যাকাডেমি। সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

এটি একটি দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি। সম্পূর্ণ অনলাইনে এক মাস ধরে চলবে প্রশিক্ষণ। শুরু হবে ৩ জুলাই, শেষ ৩০ জুলাই। মোট ৭১০ জন সুযোগ পাবেন। কেন্দ্রীয় সরকারের ভূবিজ্ঞান মন্ত্রক অধীনস্থ ইসরো, নাসা এবং আইআইটি-র বিশিষ্ট প্রশিক্ষক ও গবেষকেরা ক্লাস নেবেন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে এখনও যাঁরা এই স্তরগুলিতে পড়াশোনা করছেন তাঁরা চাইলেও এই প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণ মূল্য হিসাবে জমা দিতে হবে ১৫৪৫ টাকা। এক মাস পর ইন্ডিয়া স্পেস অ্যাকাডেমির তরফে শংসাপত্র দেওয়া হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement