Online PG Diploma 2025

সপ্তাহান্তে ম্যানেজমেন্টে ডিগ্রি কোর্স করার সুযোগ, অনলাইনে ক্লাস করাবে আইআইএফটি

অনলাইনে সরাসরি ক্লাস করানো হবে। বিশেষ ক্লাসে উপস্থিত থাকবেন বিশেষজ্ঞেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৬:২২
Share:

প্রতীকী চিত্র।

ম্যানেজমেন্ট নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান? কিন্তু সপ্তাহের দিনগুলোয় সময় হচ্ছে না? সপ্তাহান্তেই ম্যানেজমেন্টের ক্লাস করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)। প্রতিষ্ঠানের তরফে ১৫ মাসের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করানো হবে।

Advertisement

যে কোনও বিষয়ে স্নাতকেরাই এই ক্লাস করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে যদি কোনও ব্যক্তির পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকে, সে ক্ষেত্রে তাঁরাও আবেদন করতে পারবেন। বয়সের কোনও নির্দিষ্ট সীমারেখা নেই, তাই যে কোনও ব্যক্তিই এই কোর্সটি করার সুযোগ পাবেন।

চলতি বছরের সেপ্টেম্বর থেকে ২০২৬-এর নভেম্বর পর্যন্ত ক্লাস করানো হবে। ক্লাসের পাশাপাশি, ট্রেড লজিস্টিক এবং অপারেশনের কাজ বোঝানোর জন্য ফিল্ড ভিজ়িট এবং অ্যাসাইনমেন্ট করারও সুযোগ থাকছে। অনলাইনে আবেদনের শেষ দিন ৩১ জুলাই।

Advertisement

ম্যানেজমেন্টের খুঁটিনাটি অনলাইনেই শেখাবেন বিশেষজ্ঞেরা। প্রতি শনিবার এবং রবিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ক্লাস করাবেন। ক্লাসের খরচ ৪ লক্ষ ৫০ হাজার টাকা। এ ছাড়াও আবেদনমূল্য ২ হাজার টাকা, ওয়ান টাইম অ্যালামনি ফি ১০ হাজার টাকা এবং লাইব্রেরি ডিপোজ়িট হিসাবে ৫ হাজার টাকা ধার্য করা হয়েছে। এই বিষয়ে বিশদ জানতে আইআইএফটি-র ওয়েবসাইটে (iift.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement