WBHCSE Notice for Online Enrollment

তৃতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশনে রদবদল, নতুন সূচি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

তৃতীয় সেমিস্টারে ভর্তি সংক্রান্ত সূচি-সহ একাদশে ভর্তির পর রেজিস্ট্রেশনের মেয়াদও বৃদ্ধি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৩:০৯
Share:

তৃতীয় সেমিস্টারে ভর্তি সংক্রান্ত সূচি-সহ একাদশে ভর্তির পর রেজিস্ট্রেশনের সময়সীমাতেও রদবদল করা হয়েছে। প্রতীকী চিত্র।

একাদশের পর দ্বাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের সূচি বদলানো হল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পরিবর্তিত সূচি প্রকাশ করা হয়েছে। সেই সূচি অনুযায়ী, স্কুলগুলি ৭ জুলাইয়ের পরিবর্তে ১৪ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত তৃতীয় সেমিস্টারের এনরোলমেন্ট ফর্ম অনলাইনে জমা দিতে পারবে।

Advertisement

উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে ভর্তি হওয়া থেকে শুরু করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া— সবটাই অনলাইনে সম্পূর্ণ করতে হয়। তবে ‘বাংলার শিক্ষা পোর্টাল’-এ বেশ কিছু সমস্যা হওয়ার কারণেই জুলাই মাসে ১ থেকে ৭ তারিখ পর্যন্ত ওই পোর্টাল বন্ধ রাখা হবে। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্টের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানিয়েছেন, একাদশের রেজিস্ট্রেশন এবং তৃতীয় সেমিস্টারের এনরোলমেন্ট সংক্রান্ত সূচি পরিবর্তিত হওয়ায় ছাত্র-ছাত্রীরা আরও বেশ কিছুটা সময় পাবে। তবে তাঁর দাবি, স্কুলগুলিকে ‘বাংলার শিক্ষা পোর্টাল’-মারফত পড়ুয়াদের তথ্য জমা দেওয়া এবং স্কুলের অন্য কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সঠিক সময়ে সেই সমস্ত কাজ যাতে সহজে সম্পূর্ণ করা যায়, সেই বিষয়টি খতিয়ে দেখার অনুরোধও করেন তিনি।

Advertisement

রেগুলার ক্যান্ডিডেটদের পাশাপাশি, কন্টিনিউয়িং এবং স্পেশাল ক্যান্ডিডেটদের নাম নথিভুক্ত করার জন্যও ১৪ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে। তৃতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশন চেক লিস্ট ১১ জুলাইয়ের বদলে ২৩ জুলাই প্রকাশ করা হবে। সেই তালিকা মিলিয়ে স্কুলগুলিকে ২৮ জুলাইয়ের পরিবর্তে ৯ জুলাইয়ের মধ্যে ত্রুটি সংশোধন সম্পূর্ণ করে নিতে হবে।

শিক্ষা সংসদের অনলাইন পোর্টাল মারফত স্কুলগুলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ১৩ জুলাই থেকে ডাউনলোড করতে পারবে। এর পাশাপাশি, একাদশে রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার সময়সীমাও ১২ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ ক্ষেত্রে যাঁরা সেমিস্টার পদ্ধতিতে দ্বাদশে ভর্তি হতে চান, তাঁরাও ১২ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement