আইআইআইটি কল্যাণী। ছবি: সংগৃহীত।
কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)-তে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পোস্ট-ডক্টরাল ফেলো নেওয়া হবে। প্রতি মাসে ফেলোশিপ দেওয়া হবে ১ লক্ষ আট হাজার ৩৯৩ টাকা। বিশ্বেশ্বরায় ফেলোশিপের অধীনে এই নিয়োগ। ইলেকট্রনিক্স সিস্টেম ডিজ়াইন এবং ম্যানুফ্যাকচারিং-এর উপর যদি কেউ পিএইচডি করে থাকেন, অথবা ইনফরমেশন টেকনোলজি-র কোনও বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি থাকে তা হলে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
কী ভাবে আবেদন করবেন?
আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জুলাই। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটটি দেখতে পারেন।