West Bengal HS Council

বিষয়ভিত্তিক পরীক্ষায় অকৃতকার্য হলে ফের বসা যাবে পরীক্ষায়! নিয়ম বদলের কথা ভাবছে সংসদ

পরীক্ষা ব্যবস্থায় কিছু পরিবর্তনের কথা ভাবছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, যাতে কোনও পড়ুয়া দ্বিতীয় সেমেস্টারেও কোনও বিষয়ে অকৃতকার্য হলে, সেই বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১৭:১৭
Share:

প্রতীকী ছবি।

একাদশের দ্বিতীয় সেমেস্টারের কোনও একটি বিষয়ে অকৃতকার্য হলে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ পাবে পড়ুয়ারা। এমনই পরিবর্তনের কথা ভাবছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পড়ুয়াদের স্বার্থেই এই পরিবর্তন করতে চায় শিক্ষা সংসদ।

Advertisement

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘সেমেস্টার পদ্ধতিতে কোনও পড়ুয়ার যাতে বছর নষ্ট না হয়, সে জন্যই এমন কিছু ব্যবস্থা আনার ভাবনাচিন্তা করছি আমরা। তবে এই বিষয়টা এখনও আলোচনা সাপেক্ষ। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’’

বর্তমান নিয়ম অনুযায়ী, কোনও পড়ুয়া যদি একাদশের প্রথম সেমেস্টারের কোনও বিষয়ে অকৃতকার্য হয়, সে দ্বিতীয় সিমেস্টারে ওই পরীক্ষা সাপ্লিমেন্টারি হিসাবে দেওয়ার সুযোগ পায়। কিন্তু দ্বিতীয় সেমেস্টারের কোনও বিষয়ে অকৃতকার্য হলে সেই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। এখানেই কিছু পরিবর্তন আনার ভাবনাচিন্তা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement

এরই পাশাপাশি, এখন কোনও পড়ুয়া ভাষাভিত্তিক কোনও বিষয়ে অকৃতকার্য হলে, তাকে দ্বিতীয় সেমেস্টারে সব ক’টি বিষয়েই সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হয়। নয়া নিয়ম চালু হলে পড়ুয়াকে শুধু অকৃতকার্য বিষয়েই সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে।

দ্য পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, ‘‘পড়ুয়াদের স্বার্থে এমন ব্যবস্থা জারি হলে খুবই ভাল। তবে এই ক্ষেত্রে শিক্ষা সংসদ যদি একটু সময়ের দিকটাও নজর দেয় তা হলে ভাল। কারণ, যত দ্রুত দ্বিতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে, তত তাড়াতাড়ি পড়ুয়ারা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে।’’

উল্লেখ্য, ২০২৪ সাল থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের সেমেস্টার পদ্ধতিতে পড়াশোনা। এই পদ্ধতি আসার পরে পাঠ্যক্রমেও ব্যাপক পরিবর্তন হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement