Certificate Course 2025

পর্যটন পেশায় পাখির চোখ হোক লোকসংস্কৃতি ও সমষ্টি উন্নয়ন, পথ দেখাবে কল্যাণী বিশ্ববিদ্যালয়

লোক সংস্কৃতি, পর্যটন এবং সমষ্টি উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত পড়ানো হবে। এটি ছ’মাসের কোর্স, সম্পূর্ণ অনলাইনে ক্লাস হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৬:৪৫
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

পর্যটন বিষয়ে পড়াশোনা করাই যথেষ্ট নয়। পেশাগত দিক থেকে আরও কিছু বিষয় জ্ঞান অর্জন করা প্রয়োজন। তাই অনেকই চান এই সংক্রান্ত বিষয়ের উপর কোনও স্বল্প মেয়াদি কোর্স করতে। বেশির ভাগ মানুষই চান, পড়াশোনা বা কাজের মাঝেই স্বল্প মেয়াদে অনলাইন কোর্স করে নিতে।

Advertisement

এমনই কোর্স করাচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিশেষ সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সটির নাম ‘ফোকলোর, ট্যুরিজম অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট’। এখানে লোকসংস্কৃতি, পর্যটন এবং সমষ্টি উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত পড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটির কো-অর্ডিনেটর সুজয় কুমার মণ্ডল বলেন, ‘‘পর্যটনকে পেশার করলে কী ভাবে লোকসংস্কৃতি ও সমষ্টি উন্নয়ন করা যেতে পারে তা শেখানো হবে। এই ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে কোন কোন দিক খুলে যাবে, সেই সমস্ত বিষয়ের খুঁটিনাটি পড়ানো হবে এই কোর্সের মধ্যে দিয়ে।’’ তাঁর দাবি, লোকসংস্কৃতি এবং পর্যটনবিদ্যা একে অপরের পরিপূরক। তাই এই বিষয় জ্ঞান থাকা ভাল। এই বিষয়গুলি নিয়ে পেশা নির্বাচনের ক্ষেত্রে সমষ্টি উন্নয়নের দিকগুলিও ভাল করে জানতে হবে। তাই কল্যাণী বিশ্ববিদ্যালয় এই তিনটি বিষয়কে একত্রিত করে একটি কোর্সের আয়োজন করেছে বলেই জানিয়েছেন সুজয়।

ছ’মাসের এই কোর্সের জন্য অনলাইনে ক্লাস হবে। তবে কোর্স কো-অর্ডিনেটর জানিয়েছেন, ফিল্ড ওয়ার্কের জন্য বিভিন্ন স্থান পরিদর্শন করতে হবে। মোট ৭০ জনকে নিয়ে ক্লাস শুরু হবে। আবেদনের কোনও বয়সসীমা নেই। যে কোনও আগ্রহীই আবেদন করতে পারবেন। তবে, তাঁদের স্নাতক অথবা স্নাত্তকত্তর যোগ্যতা থাকা চাই।

Advertisement

আবেদন কী ভাবে?

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে থেকে মূল বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। ওই বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ব্যাঙ্কের পোর্টালে গিয়ে অনলাইনে ২,০০০ টাকা কোর্স ফি জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার রসিদটি ডাউনলোড করে বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্মের লিঙ্ক থেকে তা পূরণ করতে হবে। ৩০ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত এবং শর্তাবলি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement