Admission in IIM Mumbai

আইআইএম মুম্বইয়ে আবাসিক এগ্‌জ়িকিউটিভ ডিপ্লোমার সুযোগ, শুরু ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া

‘ভিশনারি লিডার্স ফর ম্যানুফ্যাকচারিং (ভিএলএফএম)’ প্রোগ্রামের আয়োজন করেছে এই দু’টি প্রতিষ্ঠান। এটি একটি আবাসিক এগজিকিউটিভ ডিপ্লোমা প্রোগ্রাম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:০৩
Share:

আইআইএম মুম্বই। ছবি: সংগৃহীত।

মুম্বই ও দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) যৌথ ভাবে বিশেষ কোর্সের আয়োজন করেছে। এই মর্মে আইআইএম মুম্বই-র ওয়েবসাইটে গেলেই বিজ্ঞপ্তি পাওয়া যাবে।

Advertisement

‘ভিশনারি লিডার্স ফর ম্যানুফ্যাকচারিং (ভিএলএফএম)’ প্রোগ্রামের আয়োজন করেছে এই দু’টি প্রতিষ্ঠান। এটি একটি আবাসিক এগ্‌জ়িকিউটিভ ডিপ্লোমা প্রোগ্রাম। এক বছরের কোর্স। পড়ুয়াদের অপারেশন এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, বিজনেস এক্সেলেন্স, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং ওয়ার্ল্ড-ক্লাস ম্যানুফ্যাকচারিং-সহ আরও বিষয় পড়ানো হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

আইআইএম মুম্বই-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৩১ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইএম মুম্বই-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement