PG Diploma in Packaging

পিজি ডিপ্লোমার সুযোগ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং-এ, দু’বছরের কোর্স

দু’বছরের কোর্স। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং দ্বারা আয়োজিত প্রবেশিকা পরীক্ষায় (আইআইপিইসিটি) উত্তীর্ণ হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৫:৩৯
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং-এ পোস্ট গ্র্যাজুয়েশন (পিজি) ডিপ্লোমার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্যাকেজিং বিষয় নিয়ে পড়ার সুযোগ এই কোর্সে। ২০২৫-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। দু’বছরের কোর্স। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং দ্বারা আয়োজিত প্রবেশিকা পরীক্ষায় (আইআইপিইসিটি) উত্তীর্ণ হতে হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক/ বিজ্ঞানে স্নাতক হয়েছেন অথবা ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি-তে ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। ফার্মাসি নিয়ে পড়লেও হবে। আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। অনলাইন এবং অফলাইন উভয় ভাবেই জমা দিতে হবে আবেদনপত্র। প্রথমে অনলাইনে আবেদনপত্রে তথ্য পূরণ করতে হবে। এর পর জমা দিতে হবে আবেদনমূল্য। শেষে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। ১৫ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং-র ওয়েবসাইটটি দেখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement