— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) থেকে ইন্টার্নশিপ করার সুযোগ। ওই কেন্দ্রের ডিফেন্স ইনস্টিটিউট অফ হাই অল্টিটিউড রিসার্চ-এর অধীনে কাজের প্রশিক্ষণ দেওয়া হবে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়াদের। শূন্যপদ তিনটি।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক স্তরে পাঠরত সপ্তম এবং অষ্টম সেমেস্টারের পড়ুয়াদের ইন্টার্ন হিসাবে বেছে নেওয়া হবে। এ ছাড়াও বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এগ্রিকালচারাল, ভেটেরিনারি বিষয়ে স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারাও ইন্টার্ন হিসাবে যোগদানের সুযোগ পাবেন।
মোট ছ’মাসের চুক্তিতে কাজ করতে পারবেন নিযুক্তেরা। তাঁদের জন্য প্রতি মাসে ভাতা হিসাবে ৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
অনলাইনে আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে। ই-মেল মারফত আবেদন পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ৬ অক্টোবর।