ডিএই কনসর্টিয়াম ফর সায়েন্টিফিক রিসার্চ, ইনদওর দফতর। ছবি: সংগৃহীত।
পদার্থবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা কাজের সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা কেন্দ্রে। ডিএই কনসর্টিয়াম ফর সায়েন্টিফিক রিসার্চ নামক ওই কেন্দ্রের ইনদওর দফতরে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিয়োগ করা হবে একজনকে।
উল্লিখিত পদে নিযুক্ত ব্যক্তির বৈধ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) স্কোর থাকা দরকার। তাঁকে টোপোলজিক্যাল কোয়ান্টাম মেটিরিয়ালস সংক্রান্ত প্রকল্পে গবেষণার কাজ করতে হবে। প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া দরকার।
নিযুক্ত ব্যক্তিকে প্রকল্প শেষ হওয়ার পর্যন্ত চুক্তিতে কাজ করতে হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে যোগ্যতা যাচাই করবে বিশেষজ্ঞ কমিটি।
আগ্রহীদের ই-মেল বা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৮ অক্টোবর। আবেদনের শর্তাবলি জানতে ইউজিসি ডিএই কনসর্টিয়াম ফর সায়েন্টিফিক রিসার্চ-এর ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।