IIT Kharagpur Recruitment 2025

ক্রাম্ব রাবার তৈরির কৌশল নিয়ে গবেষণা! স্নাতকেরা সুযোগ পেতে পারেন আইআইটি খড়্গপুরে

নির্দিষ্ট সময়ের চুক্তিতে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে ২১,৫০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪০
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। ছবি: সংগৃহীত।

সাধারণত, রাস্তা তৈরির কাজে ক্রাম্ব রাবার ব্যবহার করা হয়, যাতে কোনও দুর্ঘটনা ঘটলে চোট পাওয়ার আশঙ্কা থানিক কমে। এ ছাড়া গাড়ির ব্রেক প্যাড, টায়ার তৈরির কাজেও এই বিশেষ সামগ্রী ব্যবহার করা হয়। সেই ক্রাম্ব রাবার তৈরির কৌশল নিয়ে গবেষণা করছে আইআইটি খড়্গপুর।

Advertisement

ওই প্রতিষ্ঠানের রাবার টেকনোলজি বিভাগের প্রকল্পে গবেষক হিসাবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য এক জনকে নিয়োগ করা হবে। মোট দু’বছরের চুক্তিতে ওই প্রকল্পে কাজ চলবে।

ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস (আইটিআই) শংসাপত্র থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৩৪ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আবেদনকারীদের রোবোটিক প্রসেস অটোমেশন, জেল পারমিয়েশন ক্রোমাটোগ্রাফি নিয়ে কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা দরকার। নিযুক্ত ব্যক্তি মোট দু’বছরের চুক্তিতে কাজের সুযোগ পাবেন।

নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২১,৫০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইট মারফত আবেদন জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ৮ অক্টোবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement