ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতা। নিজস্ব চিত্র।
রাজ্য সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতার নিয়োগ-বিজ্ঞপ্তিতে এর বিশদ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসপাতালের নিয়োনোটোলজি বিভাগে প্রজেক্ট নার্স এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।
প্রজেক্ট নার্স পদে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ (জিএনএম) কোর্স সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের নিয়োনোটোলজি, পেডিয়াট্রিক কিংবা সমতুল বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
ডেটা এন্ট্রি অপারেটর পদে যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকা প্রয়োজন। এ ছাড়াও অন্তত দু’বছর কোনও সরকারি প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
উল্লিখিত পদের জন্য প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হওয়া দরকার। প্রজেক্ট নার্সদের প্রতি মাসে ২৪ হাজার এবং ডেটা এন্ট্রি অপারেটরকে ২৯,২০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, মোট ছ’মাসের চুক্তির ভিত্তিতে উল্লিখিত পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নেবে বিশেষজ্ঞ কমিটি।
আগ্রহীদের জন্ম এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সরকারি পরিচয়পত্র, জীবনপঞ্জি-সহ আনুষঙ্গিক নথি নিয়ে ১৪ অক্টোবর ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। ওই দিন বেলা ১১টার মধ্যে হাসপাতালের কার্যালয়ে পৌঁছনো প্রয়োজন।