ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), ব্যাঙ্গালোর। ছবি: সংগৃহীত।
জলবায়ু পরিবর্তন নিয়ে পিএইচডি করার সুযোগ খুঁজছেন? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) ব্যাঙ্গালোরে শুরু হতে চলেছে ভর্তি প্রক্রিয়া। অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন আগ্রহীরা।
কী কী বিষয়ে পড়ার সুযোগ?
কারা ভর্তি হতে পারবেন?
ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, বিজ্ঞান, ফার্মাসি, চিকিৎসা বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট), গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপটিটিউড টেস্ট (জিপ্যাট), জয়েন্ট গ্র্যাজুয়েট এন্ট্রানস্ এগজ়ামিনেশন ফর বায়োলজি অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি লাইফ সায়েন্সেস কিংবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হতে হবে। ওই পরীক্ষায় প্রাপ্ত স্কোর কার্ডের বৈধতা ১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত থাকা আবশ্যক।
কী ভাবে ভর্তি নেওয়া হবে?
ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে পিএইচডি ডিগ্রি কোর্সে ভর্তি নেওয়া হবে।
আবেদনের শর্তাবলি এবং গুরুত্বপূর্ণ দিন:
৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন পাঠানো যাবে। অফলাইনে আবেদনের শেষ দিন ৪ অক্টোবর। ইন্টারভিউ ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে নেওয়া হবে। ক্লাস শুরু হবে ১ জানুয়ারি, ২০২৬ থেকে। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ৮০০ টাকা।