Govt Jobs in Birbhum

স্নাতকেরাও হতে পারবেন ব্লক ডেটা ম্যানেজার, কোন শর্তে আবেদন গ্রহণ করবে বীরভূম স্বাস্থ্যজেলা?

ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনে ব্লক ডেটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করবে বীরভূম স্বাস্থ্যজেলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বীরভূম স্বাস্থ্যজেলায় কর্মখালি। ওই জেলায় ন্যাশনাল আরবান হেলথ মিশনের কাজে ব্লক ডেটা ম্যানেজার প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য একজনকে নিয়োগ করা হবে।

Advertisement

যে কোনও বিষয়ে স্নাতকেরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ থাকা আবশ্যক। সরকারি বা বেসরকারি সংস্থায় তিন থেকে পাঁচ বছর ডেটা রেকর্ডিং এবং ডেটা অ্যানালিসিস-এর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে বিশেষজ্ঞ কমিটি। নিযুক্তকে ব্লক পাবলিক হেলথ ইউনিট-এ কাজ করতে হবে। তাঁর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া দরকার। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ২২ হাজার টাকা দেওয়া হবে।

Advertisement

আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৮ অক্টোবর। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ১০০ টাকা। প্রার্থীদের বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement