JU Internship Programme

ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের প্রশিক্ষণের সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আবেদন করবেন কী ভাবে?

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আইসি ডিজ়াইন অ্যান্ড ফ্যাব্রিকেশন সেন্টারের তরফে এই প্রশিক্ষণের আয়োজন করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৪:৩২
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ডিগ্রি কোর্সের পাশাপাশি স্বল্পমেয়াদি নানা কোর্স করা থাকলে পরবর্তী ক্ষেত্রে পেশা নির্বাচনে অনেকটাই সুবিধা হয় পড়ুয়াদের। ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাও বিটেক (ব্যাচেলর অফ টেকনোলজি), বিই (ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং) পড়ার সঙ্গে নানা সার্টিফিকেট কোর্স করে থাকেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে পড়ুয়াদের জন্য নতুন একটি বিষয়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি সে সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

Advertisement

দেশ এবং আন্তর্জাতিক বাজারে ‘সেমিকন্ডাক্টর’-এর ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই এই প্রশিক্ষণের ভাবনা। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আইসি ডিজ়াইন অ্যান্ড ফ্যাব্রিকেশন সেন্টারের তরফে এই প্রশিক্ষণের আয়োজন করা হবে। স্বল্পমেয়াদি সার্টিফায়েড ইন্টার্নশিপ তথা শীতকালীন প্রশিক্ষণ কর্মসূচিটির নাম— ‘মাইক্রোইলেকট্রনিক্স টেকনোলজি অ্যান্ড ভিএলএসআই ডিজ়াইন’। প্রশিক্ষণ কর্মসূচিটি মোট পাঁচ সপ্তাহ ধরে চলবে। প্রশিক্ষণে ফেব্রিকেশন অ্যান্ড ক্যারেক্টারাইজ়েশন অফ সেমিকন্ডাক্টর ডিভাইসেস, এফপিজিএ বেসড প্রোটোটাইপিং অফ ডিজিটাল সার্কিটস, ন্যানো সেন্সরস, ভিএলএসআই ভেরিফিকেশন প্রসেস, ভিএলএসআই ইডিএ টুল হ্যান্ডলিং, অ্যানালগ এমওএস সার্কিট এবং ন্যানোমেটিরিয়াল অ্যান্ড গ্রাফিন-এর মতো বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে জানানো হবে পড়ুয়াদের। এ ছাড়া ল্যাবরেটরি হ্যান্ডলিংয়ের প্রশিক্ষণও দেওয়া হবে।

কারা প্রশিক্ষণ নিতে পারবেন?

Advertisement

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, আইইই, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা আইটিতে বিই বা বিটেক-এ ন্যূনতম দ্বিতীয় বর্ষে পাঠরত বা ইলেকট্রনিক্স সায়েন্সে এমএসসি পাঠরত পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণের জন্য কোর্স ফি-র পরিমাণ ১০,৬২০ টাকা। প্রতি সপ্তাহে সোম থেকে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে প্রশিক্ষণ। আবেদনের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিষয়ের বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জানা যাবে। বিজ্ঞপ্তি থেকেই বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন আগ্রহীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement