যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
চলতি মাসে কিছু দিন আগেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (ডব্লিউবিজেইইবি)-এর মাধ্যমে কেন্দ্রীয় ভাবে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়েছে। তার পর রাজ্যের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে শুরু করা হয়েছে বিকেন্দ্রীভূত কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া। যে আসনগুলি এখনও ফাঁকা সেখানেই প্রতিষ্ঠানের তরফে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। রাজ্যের প্রথম সারির বিশ্ববিদ্যালয় যাদবপুরেও সম্প্রতি শুরু বিকেন্দ্রীভূত ভর্তি প্রক্রিয়া। এ জন্য ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন গ্রহণ পর্বও।
ডব্লিউবিজেইইবি-র তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ের ১৬টি বিভাগে এখনও খালি রয়ে গিয়েছে ১৫১টি আসন। তবে সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে ‘সিট ম্যাট্রিক্স’ জানানো হয়নি। পড়ুয়ারা চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মাসির নানা বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবেন।
সমস্ত বিভাগে আবেদনকারীদের চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় যথাযথ র্যাঙ্ক (জিএমআর) থাকতে হবে। তবে ইঞ্জিনিয়ারিং/ ফার্মাসি কোর্সগুলির জন্য রাজ্য জয়েন্টে ১০,০০০-এর মধ্যে র্যাঙ্ক থাকা জরুরি। এ ছাড়া, তাঁদের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। আর্কিটেকচার নিয়ে পড়ার জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যাদবপুরের এই বিকেন্দ্রীভূত ভর্তি প্রক্রিয়ায় আবেদন জানাতে পারবেন নতুন (ফ্রেশার)-রা। তবে তা ছাড়াও যাঁরা যাদবপুর বা অন্য কোনও প্রতিষ্ঠানে ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছেন অথবা ভর্তি হয়েও তা পরে বাতিল করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।
আগ্রহীদের এ জন্য প্রথমে অনলাইনে ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আগামী ৮ অক্টোবর আবেদনের শেষ দিন।
আবেদন প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয়ে প্রার্থীদের নথি যাচাইকরণ এবং কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। তাঁদের ডব্লিউবিজেইই র্যাঙ্কের ভিত্তিতে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। এর পর শূন্য আসনের ভিত্তিতে পড়ুয়ারা নিজেদের পছন্দের কোর্স বেছে নেওয়ার সুযোগ পাবেন।