প্রতীকী চিত্র।
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মখালি। হলদিয়ায় কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পোর্টের ওয়েবসাইটে। জানানো হয়েছে, পোর্টের তরফে ‘ডিরেক্ট রিক্রুটমেন্ট’ পদ্ধতিতে নিয়োগ হবে। এ জন্য আগ্রহীরা অফলাইনে আবেদন করতে পারবেন।
পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সের মেরিন অপারেশন্স বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস ডক পাইলট পদে। শূন্যপদ তিনটি। নিয়োগের পর প্রথম এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে কর্মীদের। এই সময়ে তাঁদের পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে ডক পাইলট হিসাবে নির্বাচিত হলে তাঁদের বেতনকাঠামো হবে মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, তাঁদের সেকেন্ড মেট ফরেন গোয়িং শিপ সার্টিফিকেট অথবা নটিক্যাল সায়েন্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা জরুরি। হলদিয়া ডক কমপ্লেক্সের অন্যান্য অফিসার, যাঁদের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন উক্ত পদে।
এ জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আগামী ২৪ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে আরও জানতে পোর্টের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।