WBSCTVESD Admission 2025

ফার্মাসি থেকে হোটেল ম্যানেজমেন্ট, নানা বিষয়ে ডিপ্লোমার সুযোগ, শুরু আবেদন গ্রহণ

ফার্মাসি পড়ার জন্য আবেদনকারীদের ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৩
Share:

ডব্লিউবিএসসিটিভিইএসডি। ছবি: সংগৃহীত।

বিভিন্ন বিষয়ে কোর্স করার সুযোগ দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (ডব্লিউবিএসসিটিভিইএসডি)। কাউন্সিল দ্বারা স্বীকৃত রাজ্যের বিভিন্ন সরকারি এবং স্বঅর্থপুষ্ট প্রতিষ্ঠানে বিষয়গুলি পড়ানো হবে। আগ্রহীদের এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

ডব্লিউবিএসসিটিভিইএসডি-র তরফে ফার্মাসি, মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট এবং হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি বিষয়গুলি পড়ানো হবে। এর মধ্যে ফার্মাসি-র কোর্সটি দু’বছর। বাকি দু’টি কোর্সের মেয়াদ তিন বছর।

ফার্মাসি পড়ার জন্য আবেদনকারীদের ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে। ন্যূনতম ১৭ বছর বয়সিরা বাকি দু’টি বিষয়ে ডিপ্লোমার জন্য আবেদন করতে পারবেন। ফার্মাসি এবং হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি নিয়ে যে কেউ পড়তে পারলেও মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট-এর কোর্সে আবেদন করতে পারবেন শুধু মেয়েরা।

Advertisement

হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি নিয়ে পড়ার জন্য আবেদনকারীদের শুধু স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাকি বিষয়গুলির জন্যও আবেদন করতে পারবেন দ্বাদশোত্তীর্ণরা। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের এ জন্য মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। কন্যাশ্রী প্রাপকদের ২২৫ টাকা এবং বাকিদের ৪৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ৩০ অক্টোবর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য কাউন্সিলের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement