রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
দেশে ছত্রাকজনিত রোগ অভিনব পদ্ধতিতে শনাক্তকরণ নিয়ে গবেষণার কাজ চলছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে স্বল্প মেয়াদের জন্য গবেষক নিয়োগ করা হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ডেভেলপমেন্ট অফ ইনোভেটিভ ডায়গনোস্টিক্স ফর ফাঙ্গাল ডিজ়িজ়েস ইন ইন্ডিয়া: অ্যাড্রেসিং আ নেগলেক্টেড পাবলিক হেলথ কনসার্ন।’ এটি কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট।
প্রকল্পে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ পদে নিয়োগ হবে। শূন্যপদ দু’টি। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কাজের মেয়াদ এক বছর। নিযুক্তদের কাজের দক্ষতা এবং প্রকল্পের ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ সর্বাধিক তিন বছর পর্যন্ত করা হতে পারে। তাঁদের সাম্মানিক হিসাবে প্রতি মাসে ২৮,০০০ টাকা দেওয়া হবে। এ ছাড়া মিলবে বাড়িভাড়া বাবদ ভাতা।
গবেষণার কাজে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। পাশাপাশি, মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজি বা সম্পর্কিত বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা এবং তিন বছর গবেষণা/ শিক্ষকতা/ কোনও সংস্থায় চাকরির অভিজ্ঞতা থাকাও জরুরি। এ ছাড়াও অন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা এই পদে আবেদন জানাতে পারবেন।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৪ অক্টোবর আবেদনের শেষ দিন। আবেদনের শর্তাবলি বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।