জিকেসিআইইটি। ছবি: সংগৃহীত।
ইঞ্জিনিয়ারিংয়ের একাধিক বিষয় নিয়ে পড়ার সুযোগ মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-তে (জিকেসিআইইটি)। প্রতিষ্ঠানের তরফে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এ জন্য আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
ডব্লিউবিজেইই এবং জেইই মেন-এর র্যাঙ্কের ভিত্তিতে কেন্দ্রীয় ভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখনও যে আসনগুলি ফাঁকা রয়েছে, সেই আসনগুলিতেই পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। তাঁরা প্রতিষ্ঠানে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এআই অ্যান্ড এমএল), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর মতো নানা বিষয়ে বিটেক করার সুযোগ পাবেন। আসনসংখ্যা একশোর বেশি।
পড়ুয়াদের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (ডব্লিউবিজেইই) এবং জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেন পরীক্ষায় প্রাপ্ত র্যাঙ্কের ভিত্তিতে কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এ ছাড়া, তাঁদের উচ্চমাধ্যমিকেও বিজ্ঞানের নানা বিষয়ে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের ন্যূনতম বয়স হতে হবে ১৭ বছর। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
ইচ্ছুক পড়ুয়াদের আগামী ২৬ সেপ্টেম্বর দুপুর ১টা নাগাদ সমস্ত নথি নিয়ে প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।