কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি) আয়োজিত কাউন্সেলিংয়ের পর এখনও আসন খালি রাজ্যের বেশ কিছু কলেজ-বিশ্ববিদ্যালয়ে। এ বার সেই শূন্য আসনেই বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের মাধ্যমে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং-এর নানা কোর্সের জন্য ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। এ কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের চারটি বিভাগে বিটেক করার সুযোগ পাবেন পড়ুয়ারা। এর মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজি। সব মিলিয়ে আসনসংখ্যা ৪৬।
আবেদনকারীদের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (ডব্লিউবিজেইই)-এ নির্দিষ্ট র্যাঙ্ক থাকতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৮ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর ১০ অক্টোবর প্রকাশিত হবে মেধাতালিকা।বিশ্ববিদ্যালয়ে ভর্তির কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে ১৪ অক্টোবর। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।