NEET UG 2025 Counselling

নিট ইউজি-র তৃতীয় দফার কাউন্সেলিংয়ের সূচি প্রকাশিত, কতদিন চলবে নথিভুক্তি প্রক্রিয়া?

কাউন্সেলিংয়ের আয়োজন করা হয় মোট চার দফায়। এর পর আসনসংখ্যা পূরণ না হলে আরও একটি ‘স্ট্রে ভ্যাকেন্সি’ রাউন্ডের আয়োজন করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩১
Share:

প্রতীকী চিত্র।

চলতি বছরে মেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকা নিট ইউজি-র তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং সূচি প্রকাশ করল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)। এমসিসি-র ওয়েবসাইটেই প্রকাশিত হয়েছে পূর্ণাঙ্গ সূচি।

Advertisement

চলতি বছরে নিট ইউজি-র আয়োজন করা হয় ৪ মে। এর পর ফল ঘোষণা করা হয় ১৪ জুন। জুলাই মাসে প্রকাশ করা হয় কাউন্সেলিংয়ের সূচি। ২১ জুলাই থেকে শুরু হয় কাউন্সেলিং প্রক্রিয়া। যদিও এর পর একাধিক বার নানা কারণে পরিবর্তিত হয় কাউন্সেলিংয়ের দিনক্ষণ। ২১ সেপ্টেম্বর শেষ হয় কাউন্সেলিংয়ের দ্বিতীয় দফার সমগ্র প্রক্রিয়া। এ বার এমসিসি-র প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং শুরু হবে ২৯ সেপ্টেম্বর থেকে।

প্রকাশিত সূচি অনুযায়ী, নিট ইউজি-র জন্য নির্ধারিত ওয়েবসাইটে নাম নথিভুক্ত করা এবং অর্থমূল্য জমার প্রক্রিয়া চলবে ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। পছন্দের কলেজ এবং কোর্স বাছাইয়ের জন্য ‘চয়েস ফিলিং’ এবং ‘চয়েস লকিং’ প্রক্রিয়া চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। বিভিন্ন কলেজে বরাদ্দ আসনের ফল ঘোষণা করা হবে ৮ অক্টোবর। নির্ধারিত কলেজগুলিতে পড়ুয়াদের নথি যাচাইয়ের জন্য উপস্থিত হতে হবে ৯ থেকে ১৭ অক্টোবরের মধ্যে।

Advertisement

কাউন্সেলিংয়ের জন্য নাম কী ভাবে নথিভুক্ত করতে হবে?

১) প্রথমে এমসিসি-র ওয়েবসাইট mcc.nic.in -এ যেতে হবে।

২) সেখানে ইউজি মেডিক্যাল কাউন্সেলিং বিভাগে ক্লিক করতে হবে।

৩) এর পর নিট সংক্রান্ত যাবতীয় নথি ও তথ্য দিয়ে লগ ইন করতে হবে।

৪) লগ ইন করার পর আবেদনপত্র এবং আবেদনমূল্য জমা দিতে হবে।

৫) এর পর আপলোড করতে হবে নিট সংক্রান্ত বাকি নথি।

৬) নথি আপলোড হয়ে গেলে নিজেদের পছন্দের কলেজে কোন কোর্সে ভর্তি হতে চান পড়ুয়ারা, তা জানাতে হবে।

৭) এর পর ‘কনফারমেশন রিসিপ্ট’-টি ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে হবে।

কাউন্সেলিংয়ের আয়োজন করা হয় মোট চার দফায়। এর পর আসনসংখ্যা পূরণ না হলে আরও একটি ‘স্ট্রে ভ্যাকেন্সি’ রাউন্ডের আয়োজন করা হবে। যার মাধ্যমে বাকি পড়ুয়াদের কোর্সে ভর্তি নেওয়া হবে।

দেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং ডিমড বিশ্ববিদ্যালয়গুলিতে এই কাউন্সেলিং-এর অল ইন্ডিয়া কোটা (এআইকিউ)-র ১৫ শতাংশের মাধ্যমে স্নাতক স্তরে ভর্তি হওয়া যাবে। যোগদান করতে পারবেন চলতি বছরের নিট ইউজি উত্তীর্ণেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement