Punjab and Sind Bank Recruitment 2025

পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কে ১৯০ জন কর্মী প্রয়োজন, কোন কোন পদের জন্য আবেদন করা যাবে?

নিযুক্তদের বেতন হবে মাসে ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৪
Share:

পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক। ছবি: সংগৃহীত।

একাধিক শূন্যপদে চাকরির সুযোগ দিচ্ছে পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে এই মর্মে সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ব্যাঙ্কে দু’টি ভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। এ জন্য চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

ব্যাঙ্কে নিয়োগ হবে ক্রেডিট ম্যানেজার এবং এগ্রিকালচার ম্যানেজার পদে। শূন্যপদ ১৯০টি। নিযুক্তদের দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে হবে। প্রাথমিকভাবে এক বছর ‘প্রবেশন’-এ রাখা হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতন হবে মাসে ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা।

ক্রেডিট ম্যানেজার পদে আবেদনকারীদের যে কোনও বিষয় নিয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। প্রয়োজন তিন বছরের পেশাগত অভিজ্ঞতাও। এ ছাড়াও অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

Advertisement

আগ্রহীরা ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারেন। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদন মূল্য ধার্য করা হয়েছে ১০০ এবং ৮৫০ টাকা। আগামী ১০ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা, স্ক্রিনিং টেস্ট, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement