ইন্ডিয়ান ব্যাঙ্ক। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ব্যাঙ্কে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের তরফে জারি করা হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, নিযুক্তদের দেশের বিভিন্ন রাজ্যে কাজের সুযোগ মিলবে। এর জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার পদমর্যাদার নানা পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ১৭১। নিয়োগ হবে চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার পদে। তাঁরা সংস্থার ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সিকিউরিটি, কর্পোরেট ক্রেডিট অ্যানালিসিস, ফিন্যান্সিয়াল অ্যানালিসিস, রিস্ক ম্যানেজমেন্ট-সহ নানা বিভাগে কাজের সুযোগ পাবেন।
বিভিন্ন পদের স্কেল অনুযায়ী, নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,০২,৩০০-১.২০,৯৪০ টাকা।
চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার পদে আবেদনকারীদের বয়ঃসীমা হতে হবে যথাক্রমে ২৮ থেকে ৩৬ বছর, ২৫ থেকে ৩৩ বছর এবং ২৩ থেকে ৩১ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়।
আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি পেশাগত অভিজ্ঞতা থাকাও জরুরি। যা বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।
আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১৭৫ এবং ১০০০ টাকা। আগামী ১৩ অক্টোবর আবেদনের শেষ দিন।
কিছু পদের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যদের বেছে নেওয়া হবে। বাকি পদের জন্য লিখিত/ অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে।