সিবিএসই। ছবি: সংগৃহীত।
পরবর্তী বছরের দশম এবং দ্বাদশের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। জানানো হয়েছে, আগামী বছর দু’টি বোর্ড পরীক্ষাই শুরু হবে ১৭ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষার পাঁচ মাস আগেই সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড।
প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৬-এ দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে। অন্য দিকে, দ্বাদশ শ্রেণির পরীক্ষাও একই দিনে শুরু হয়ে চলবে ৯ এপ্রিল পর্যন্ত। বোর্ডের তরফে জানানো হয়েছে অধিকাংশ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টার মধ্যে। অন্য কিছু বিষয়ের পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে। তবে এই সময়সূচি যে প্রয়োজনে পরিবর্তন করা হতে পারে, তা-ও জানানো হয়েছে বোর্ডের তরফে।
উল্লেখ্য, আগামী বছর থেকেই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। দশম শ্রেণিতে দু’বার বোর্ড পরীক্ষার আয়োজন করবে সিবিএসই। দশমের প্রথম পর্বের পরীক্ষা ৯ মার্চ শেষ হওয়ার পর দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হবে ১৫ মে থেকে। যারা প্রথম পর্বে পরীক্ষা দিয়ে সন্তুষ্ট হবে না, তারা এই দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা শেষের পর ১০ দিন পর উত্তরপত্র মূল্যায়ন করা হবে। যা দু’দিনের মধ্যেই শেষ করতে হবে।
দশম শ্রেণির পরীক্ষার সূচি:
*১৭ ফেব্রুয়ারি— গণিত
*১৮ ফেব্রুয়ারি— রিটেল, সিকিউরিটি, ডেটা সায়েন্স, মাল্টিমিডিয়া, এগ্রিকালচার, ফুড প্রোডাকশন, হেলথকেয়ার-সহ অন্য বিষয়।
*২০ ফেব্রুয়ারি— বিউটি অ্যান্ড ওয়েলনেস, মার্কেটিং অ্যান্ড সেলস, মাল্টি স্কিল ফাউন্ডেশন কোর্স-সহ অন্য বিষয়।
*২১ফেব্রুয়ারি— ইংরেজি।
*২৩ ফেব্রুয়ারি— ফরাসি ভাষা।
*২৪ ফেব্রুয়ারি— উর্দু, বাংলা, পঞ্জাবি, মরাঠি, মণিপুরি-সহ অন্য ভাষা।
*২৫ ফেব্রুয়ারি— বিজ্ঞান।
*২৬ ফেব্রুয়ারি— হোম সায়েন্স।
*২৭ ফেব্রুয়ারি— কম্পিউটার অ্যাপ্লিকেশন্স, ইনফরমেশন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
*২৮ ফেরুয়ারি— সংস্কৃত, তামাং-সহ অন্য ভাষা।
*২ মার্চ— হিন্দি ভাষা।
*৩ মার্চ— তিব্বতি, জার্মান, স্প্যানিশ, বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি-সহ অন্য বিষয়।
*৫ মার্চ— পেন্টিং।
*৬ মার্চ— সিন্ধি, ওড়িয়া, অহমিয়া-সহ অন্য ভাষা।
*৭ মার্চ— সমাজবিজ্ঞান।
*৯ মার্চ—তেলুগু, আরবি, নেপালি, হিন্দুস্তানি মিউজ়িক-সহ অন্য বিষয়।
দ্বাদশের পরীক্ষার সূচি:
*১৭ ফেব্রুয়ারি— বায়োটেকনোলজি, অন্ত্রেপ্রোনওরশিপ-সহ অন্য বিষয়।
*১৮ ফেব্রুয়ারি— শারীরশিক্ষা।
*১৯ ফেব্রুয়ারি—ওড়িশি, ভারতনাট্যম, উদ্যানপালন, কস্ট অ্যাকাউন্টিং-সহ অন্য বিষয়।
*২০ ফেব্রুয়ারি— পদার্থবিদ্যা।
*২১ ফেব্রুয়ারি—বিজনেস স্টাডিজ এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।
*২৩ ফেব্রুয়ারি— সাইকোলজি।
*২৪ ফেব্রুয়ারি— ফ্যাশন স্টাডিজ।
*২৫ ফেব্রুয়ারি— টাইপোগ্রাফি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, অটোমেটিভ।
*২৬ ফেব্রুয়ারি— ভূগোল।
*২৭ ফেব্রুয়ারি—পেন্টিং, গ্রাফিক্স, স্কাল্পচার।
*২৮ ফেব্রুয়ারি—রসায়ন।
*২ মার্চ— উর্দু, সংস্কৃত এবং অন্য বিষয়।
*৩ মার্চ— লিগ্যাল স্টাডিজ়।
*৫ মার্চ— মাস মিডিয়া, ডিজাইন থিঙ্কিং অ্যান্ড ইনোভেশন।
*৬ মার্চ— হিন্দুস্তানি মিউজিক, হেলথ কেয়ার, ডিজ়াইন, ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডঅয়্যার।
*৭ মার্চ— যোগাসন।
*৯ মার্চ— গণিত।
*১০ মার্চ— ফুড প্রোডাকশন, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন।
*১১ মার্চ— হিন্দুস্তানি কণ্ঠসঙ্গীত।
*১২ মার্চ— ইংরেজি।
*১৩ মার্চ— পর্যটন।
*১৪ মার্চ— হোম সায়েন্স।
*১৬ মার্চ— হিন্দি।
*১৭ মার্চ—পঞ্জাবি, বাংলা, তামিল-সহ অন্য বিষয়।
*১৯ মার্চ— ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্রেনার।
*২০ মার্চ— মার্কেটিং।
*২৩ মার্চ— রাষ্ট্রবিজ্ঞান।
*২৪ মার্চ— বিউটি অ্যান্ড ওয়েলনেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
*২৫ মার্চ—কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি।
*২৬ মার্চ— বায়োলজি।
*২৮ মার্চ— অ্যাকাউন্টেন্সি।
*৩০ মার্চ—ইতিহাস।
*১ এপ্রিল—এগ্রিকালচার, মেডিক্যাল ডায়গনোস্টিক্স।
*২ এপ্রিল— ফুড নিউট্রিশন অ্যান্ড ডায়াটেটিক্স।
*৪ এপ্রিল— সমাজবিদ্যা।
*৬ এপ্রিল— ব্যাঙ্কিং, ইলেকট্রনিক্স টেকনোলজি।
*৭ এপ্রিল— ওয়েব অ্যাপ্লিকেশন।
*৮ এপ্রিল— ফরাসি, ট্যাক্সেশন, রিটেল।
*৯ এপ্রিল—সংস্কৃত, মাল্টিমিডিয়া, ডেটা সায়েন্স।
আগামী বছর দেশ এবং বিদেশের ২৬টি জায়গার সিবিএসই অধীনস্থ স্কুলগুলির জন্য বোর্ড পরীক্ষার আয়োজন করা হবে। দশম এবং দ্বাদশের পরীক্ষায় প্রায় ৪৫ লক্ষ পড়ুয়া এ বারের পরীক্ষা দেবে বলে জানা গেছে। দু’টি শ্রেণি মিলিয়ে মোট ২০৪টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে।